লিগ্র্যান্ড স্কলারশিপ এ আবেদনের মাধ্যমে ৬০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন পড়ুয়ারা।

ছাত্র ছাত্রীদের জন্য দারুণ খবর। পড়াশোনার জন্য আর্থিক সহায়তা হিসেবে ৬০,০০০ টাকা পর্যন্ত দিচ্ছে Legrand সংস্থা। ইহা একটি বৈদ্যুতিন সংস্থা। এমন অনেক শিক্ষার্থী রযেছে যাদের দশম ও দ্বাদশের পরে মনমতো বিষয় বা স্ট্রিম নিয়ে পড়ার ইচ্ছা থাকলেও কেবল অর্থের অভাবে তাদের সেই বিষয়ে পড়াশোনা করা হয়ে ওঠে না। বিশেষত মেয়েদের ক্ষেত্রে সেই সেই বাঁধা ও অপারগতা ছেলেদের তুলনায় অনেকটাই বেশি কেননা এখনো বহু পরিবারে মেয়েদের তুলনায় ছেলেদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে শিক্ষার ক্ষেত্রে, যদিও জনমানসে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ধারণা এখন অনেকটাই বদলেছে।

   

তাই শিক্ষার্থীদের মনপসন্দ ও ভালো লাগার বিষয় নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে উচ্চ শিক্ষার জন্য ভালো পরিমাণ টাকা আর্থিক সহায়তা করছে লিগ্র্যান্ড ইলেকট্রনিক ব্র্যান্ড। তারা বিদ্যার্থীদের কোর্স অনুযায়ী প্রতি বছর এই অর্থ সাহায্য দিয়ে আসছে। এই স্কলারশিপ এ আবেদনের জন্য কি কি শর্তাবলি মানতে হবে? আবেদন প্রক্রিয়া কি? বৃত্তি তে আবেদনের জন্যই বা কি কি নথি প্রয়োজন সমস্ত তথ্য a to z নিচে আলোচনা করা হলো।

লিগ্র্যান্ড স্কলারশিপ এ কারা আবেদন করতে পারবেন?

১) এই স্কলারশিপ এ আবেদনের জন্য স্টুডেন্টদের বিএসসি, বিকম, বিটেক, বিবিএ বা আর্কিটেকচার এর ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
২) দশম ও দ্বাদশ শ্রেণীতে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৩) চলতি বছর দ্বাদশ পাস পড়ুয়ারাই কেবল এই স্কলারশিপ এ আবেদন জানাতে পারবেন।
৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
৫) কেবল পড়ুয়া ছাত্রীরাই এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন।

কত টাকা বৃত্তি দেওয়া হয়?

Legrand Scholarship এ পড়ুয়াদের কোর্স অনুযায়ী পড়াশোনার খরচের ষাট শতাংশ (৬০,০০০) টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয় প্রত্যেক বছর।

কিভাবে আবেদন জানাবেন?

লিগ্র্যান্ড স্কলারশিপ এ আবেদনের জন্য BuddyforStudyএর ওয়েবসাইটে (https://www.buddy4study.com/article/legrand-scholarship) গিয়ে Apply Now এ যান। এরপর যে পৃষ্ঠাটি খুলবে তাতে Start Application এ ক্লিক করুন। এখন আপনার ডিভাইসের স্ক্রিনে অনলাইন আবেদন পত্রটি ভেসে উঠবে। এবারে প্রয়োজনীয় নথি সহযোগে সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সাইজ এ স্ক্যান করে আপলোড করুন। সবশেষে আপনার দেওয়া তথ্য নির্ভুল কিনা তা একবার ভালো করে চোখ গুলিয়ে নিয়ে দরখাস্ত সাবমিট করুন।

আরও পড়ুনঃ- সেপ্টেম্বরে ষোলো দিনের ছুটির ঘোষণা সরকারের। আনন্দে আত্মহারা সরকারি ও বেসরকারি কর্মীরা!

কি কি ডকুমেন্টস লাগবে?

১) বাসিন্দার প্রমাণ আধার কার্ড।
২) বয়সের প্রমাণপত্র জন্ম সার্টিফিকেট/দশমের Admit Car।
৩) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪) কলেজে প্রথম বর্ষে ভর্তির স্লিপ যেখানে অ্যাডমিশন ও অন্যান্য কোর্স ফির উল্লেখ রয়েছে।
৫) দশম ও দ্বাদশ পাসের মার্কশীট।
৬) ফ্যামিলির Annual Income Certificate।

কিভাবে বৃত্তি প্রদান করা হবে?

ছাত্রীর মেধা ও পরিবারের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে এবং স্কলারশিপে প্রয়োজনীয়তা অনুধাবন করে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। আবেদনকারী স্কলারশিপের জন্য নির্বাচিত হলে ইমেইল এর মাধ্যমে কনফার্মেশন পাঠানো হবে এবং পরবর্তীতে নথি যাচাইকরণের পর ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংশ্লিষ্ট বৃত্তির টাকা দেওয়া হবে।

এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে নিত্যনতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম এ ফলো করুন।

Telegram Group:- Link

Like Facebook Page