বাংলার এইসকল মহিলাদের একটি করে Smartphone দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য সরকার। এদিন একটি জনসভায় এসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ বিরাট ঘোষণা করেন। কারা কারা এই মোবাইল ফোন পেতে চলেছেন? সকলেই কি স্মার্টফোন পাবেন? রাজ্য সরকারের তরফে কবে থেকে এই Mobile Phone প্রদান করা শুরু হবে বঙ্গের মহিলাদের বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
ক্ষমতায় এসেই একের পর এক বড়ো ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের মানুষের উন্নতিকল্পে একাধিক জনদরদি প্রকল্পের সূচনা করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তার মধ্যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এখন জনপ্রিয়তার শীর্ষে। অন্যান্য রাজ্য গুলিও এখন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের অনুকরণে সংশ্লিষ্ট রাজ্যের জনসাধারণের জন্য অন্যান্য প্রকল্প পরিষেবা শুরু করেছেন।
লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে জয় জোহর, সবুজ সাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, তরুণের স্বপ্ন প্রকল্প দ্বাদশ শ্রেণীতে পাঠরতদের ট্যাব প্রদান থেকে শুরু করে সমব্যথী প্রকল্প, লোকপ্রসার প্রকল্প থেকে শুরু করে ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে ওয়েসিস স্কলারশিপ, বিধবা ভাতা, পুরোহিত ভাতা থেকে শুরু করে ইমাম-মুয়াজ্জিন ভাতা, যুবশ্রী, সামাজিক সুরক্ষা যোজনা সহ একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছে মা মাটি মানুষের সরকার।
এবার রাজ্যের মহিলাদের একটি করে স্মার্টফোন দেওয়ার কথা নিজেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট হাজার টাকা মূল্যের একটি করে মোবাইল ফোন দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। তবে আপাতত কেবল অঙ্গনওয়ারি (ICDS) ও আশা (ASHA Worker) কর্মীদেরই এই স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুনঃ- এই বৃত্তি তে আবেদন করলে পড়াশোনার জন্য ১.৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য পাবেন স্টুডেন্ট রা।
এদিন জনসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আশা এবং আইসিডিএস কর্মীদের ৮,০০০ টাকা মূল্যেের স্মার্টফোন প্রদান করা হবে রাজ্য সরকারের তরফে। তারা যেহেতু সমাজের একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সামলান এবং সেই অনুযায়ী তাদের বেতন যথেষ্টই কম, তাই তাদের যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রদান করার জন্য এই মহতি উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার।
এমন আরও গুরুত্বপূর্ণ ও নিত্যনতুন খবরের লেটেস্ট আপডেট পেতে আমাদের Telegram ও Google News এ অবশ্যই ফলো করুন।
Telegram:- Link
Google News:- Link