HDFC স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান ৭৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তি। আবেদন প্রক্রিয়া জানুন।

শিক্ষার্থীদের জন্য সুখবর। যেসকল ছাত্র-ছাত্রী মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যা হচ্ছে, তাদের ভালো পরিমাণ টাকা আর্থিক সহায়তা দিচ্ছে হাউজিং ডেভেলপমেন্ট এন্ড ফিন্যান্স করপোরেশন। এই স্কলারশিপের অধীনে প্রথম শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়ুয়াদের কোর্স অনুযায়ী বার্ষিক সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়ে থাকে। তবে এই স্কলারশিপ পাওয়ার জন্য কিছু শর্তাবলি রয়েছে। নিচের প্রবন্ধে এইচডিএফসি পরিবর্তন’স স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

   

HDFC স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন?

১) এই স্কলারশিপের প্রথম ও প্রধান শর্ত হলো, আবেদনকারী কে ভারতীয় হতে হবে। কোনো স্বীকৃত ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
২) ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার্স কোর্সে পাঠরত পড়ুয়ারাই কেবল এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৩) আবেদনকারী শিক্ষার্থী কে পূর্ববর্তী শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৪) আবেদনকারী বিদ্যার্থীর পরিবারের বার্ষিক ইনকাম আড়াই লাখ টাকার কম হতে হবে।
৫) বিগত ৩ বছরের মধ্যে যে শিক্ষার্থীর পরিবার অর্থকষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করেছেন, তাদের বৃত্তি প্রাপকের মেধাতালিকায় অগ্রাধিকার দেওয়া হবে।

বৃত্তির পরিমাণ:-

এই স্কলারশিপের আওতায় কোর্স অনুযায়ী বিভিন্ন পরিমাণ টাকা দেওয়া হয়ে থাকে পড়ুয়াদের। স্নাতকোত্তরে পাঠরত পড়ুয়াদের বার্ষিক পঁয়ত্রিশ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। পেশাদারি (Medical,Engineering, LLM, MBA) মাস্টার্স কোর্স যারা করছেন তারা বছরে সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন সংস্থার তরফে। স্নাতক কোর্সের পড়ুয়ারা বার্ষিক ত্রিশ হাজার টাকা এবং প্রফেশনাল গ্র্যাজুয়েশন কোর্সে পাঠরতরা বছরে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন।

ডিপ্লোমা কোর্সে পাঠরত শিক্ষার্থীরা বছরে কুড়ি হাজার টাকা বৃত্তি পেয়ে থাকেন এবং ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স এর পড়ুয়ারা কোর্স অনুযায়ী সর্বোচ্চ পনেরো হাজার টাকা এবং ক্লাস সেভেন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বিদ্যার্থীরা বার্ষিক সর্বোচ্চ আঠারো হাজার টাকা স্কলারশিপ পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ- কম বয়সে পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পান। খাদ্যাভ্যাসে আনুন পরিবর্তন।

কিভাবে আবেদন করবেন?

HDFC Bank Parivartan’s ECSS Scholarship 2023 এ আবেদন করার জন্য https://www.buddy4study.com/page/hdfc-bank-parivartans-ecss-programme সাইটে গিয়ে Apply Now এ যেয়ে আপনি যে ক্যাটেগরির অন্তর্ভুক্ত তা নির্বাচন করুন। এরপর নতুন পেইজ এ রিডাইরেক্ট করা হবে, সেখানে নাম নথিভুক্তকরণের মাধ্যমে Applicant User Id ও Password তৈরি করে নিন। এবারে উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইন আবেদন পত্রটি দরকারি নথি সহযোগে ভালোভাবে পূরণ করুন এবং সাবমিট করুন। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাট এ স্ক্যান করে আপলোড করবেন।

HDFC Bank সংস্থা আপনার আবেদনের ভিত্তিতে সমস্ত নথি যাচাই করবে। আপনি যদি স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হন, তবে ইমেইল এর মাধ্যমে আপনাকে কনটাক্ট করা হবে ব্যাঙ্কিং সংস্থার তরফে।

hdfc-bank-parivartans-ecss

কি কি নথি প্রয়োজন?

১) আধার বা ভোটার কার্ডের মধ্যে যেকোনো একটি সচিত্র পরিচয়পত্র।
২) পাসপোর্ট মাপের কালার ফটোগ্রাফ।
৩) পূর্ববর্তী শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় পাসের প্রগতি পত্র।
৪) নতুন কোর্সে ভর্তির রিসিভ কপি।
৫) বাৎসরিক পারিবারিক আয়ের শংসাপত্র।
৬) অর্থনৈতিকভাবে দুর্বল ক্যাটেগরি (economically weaker section) এর সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
৭) ব্যাঙ্ক অ্যাকাউন্টের পূর্নাঙ্গ বিবরণ, যেখানে IFSC কোড ও A/C নম্বর রয়েছে।

অন্যান্য স্কলারশিপ সম্বন্ধে গুরুত্বপূর্ণ ও লেটেস্ট আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেলগুগল নিউজ এ আমাদের ফলো করুন। ধন্যবাদ।

Like Facebook Page