ভারতীয় স্টেট ব্যাঙ্ক শিক্ষার্থীদের ১৫,০০০ টাকা করে দিচ্ছে। আবেদন করুন SBI Asha Scholarship এ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যেসকল পড়ুয়া পড়াশোনা করতে আগ্রহী এবং লেখাপড়ায় ভালো, কিন্তু পরিবারের আর্থিক অনটনের জন্য উচ্চ শিক্ষা গ্রহণ করতে অপারগ, তারা যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের পথ সুগম করতে পারেন, তার জন্য ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিদ্যার্থীদের একটা ভালো পরিমাণ আর্থিক অনুদান প্রতিবছর প্রদান করা হয়ে থাকে State Bank of India Foundation এর তরফে।

   

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন (ভারতীয় স্টেট ব্যাঙ্ক) কর্তৃক দেশের দু:স্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের কে প্রদত্ত এসবিআই আশা স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও দরখাস্তের জন্য কি কি নথি প্রয়োজন তা সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ প্রবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করছি।

SBI আশা স্কলারশিপে আবেদন যোগ্যতা:-

এসবিআই আশা স্কলারশিপ এ আবেদনের ক্ষেত্রে স্টুডেন্ট দের নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে।

১) এই স্কলারশিপে আবেদনের প্রথম ও প্রধান শর্ত হলো আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পাঠরত পড়ুয়ারাই কেবল এই স্কলারশিপে আবেদনের যোগ্য।
৩) SBIF আশা স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণীতে Annual Exam এ গড়ে কমপক্ষে শতকরা পঁচাত্তর ভাগ নম্বর পেতে হবে।
৪) আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক ইনকাম ৩ লাখ টাকার কম হতে হবে।

SBIF Asha স্কলারশিপ এ আবেদন পদ্ধতি:-

SBIF আশা স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program এই ওয়েবসাইটে গিয়ে একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে নাম রেজিষ্ট্রেশন করে নিতে হবে। তারপর রেজিষ্ট্রেশন এর মাধ্যমে পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে Apply Now এ ক্লিক করলে স্কলারশিপের অনলাইন আবেদন পত্রটি স্ক্রিনে ভেসে উঠবে।

এখন প্রয়োজনীয় দরকারি ডকুমেন্টস এর সাহায্যে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন এবং নির্দিষ্ট নথি নির্দিষ্ট সাইজ ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করবেন। সবশেষে সমস্ত তথ্য ভালোকরে যাচাই করুন, সবকিছু ঠিকঠাক থাকলে দরখাস্ত সাবমিট করুন। তাহলেই SBI Asha Scholarship এ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

sbif-asha-scholarship

আরও পড়ুনঃ- রাজ্যের বিশ্ববিদ্যালয়-কলেজে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু? ক্লাস কবে থেকে শুরু হচ্ছে?

এসবিআই আশা স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?

এসবিআইএফ Asha Scholarship এ আবেদনের সময় নিম্নলিখিত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে।

১) সচিত্র পরিচয়পত্র (ভোটার বা আধার কার্ড, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য)।
২) সাম্প্রতিক সময়ে তোলো পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৪) নতুন শ্রেণিতে ভর্তির স্লিপ।
৪) বর্তমানে পাঠরত শ্রেণীর আগের ক্লাসে বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৫) উপযুক্ত সরকারি আধিকারিক কর্তৃক পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।

গুরুত্বপূর্ণ তারিখ:-

SBIF Asha Scholarship ২০২২-২৩ শিক্ষাবর্ষে আবেদনের শেষ তারিখ ছিল ৩০ শে এপ্রিল, ২০২৩। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হলে আপনাদের তা জানানো হবে।

কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যান্য স্কলারশিপ সম্বন্ধে প্রয়োজনীয় আপডেট পেতে Google Newsফেসবুকে ফলো করুন।