যেসকল পড়ুয়া পড়াশোনায় যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও কেবল পরিবারের দুর্বল অর্থনৈতিক অবস্থার জন্য তারা নিজের মনের মতো বিষয়ে ও কোর্স নিয়ে লেখাপড়া করে ভবিষ্যতে এগিয়ে যেতে পারেন না, এবার তাদের স্বপ্নপূরণের জন্য, উচ্চ শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করছে LIC -এর অধীনস্থ সংস্থা হাউজিং ফিন্যান্স লিমিটেড।
এই স্কলারশিপ এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আর কি আবেদন যোগ্যতা প্রয়োজন? এই বৃত্তি পাওয়ার জন্য আবেদন পদ্ধতি কি রয়েছে? স্কলারশিপ এ আবেদনের জন্য কি কি ডকুমেন্টস দরকার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিচের প্রবন্ধে আলোচনা করা হলো।
এলআইসি বিদ্যাধন স্কলারশিপ এ আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে?
এই বৃত্তি তে আবেদনের জন্য একজন পড়ুয়ার নিচের যোগ্যতা গুলি অবশ্যই প্রয়োজন।
১) আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রে আবেদনকারী কে কমপক্ষে মাধ্যমিক পাস এবং স্নাতক কোর্সে এই বৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।
৩) বিদ্যার্থীদের একাদশ, দ্বাদশ অথবা কলেজে বিভিন্ন বর্ষে পাঠরত হতে হবে।
৪) আবেদনকারী কে দশম ও দ্বাদশ শ্রেণীতে মিনিমাম ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
৫) পরিবারের বাৎসরিক ইনকাম তিন লাখ ষাট হাজার টাকার মধ্যে হতে হবে।
৬) প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীরা এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে Priority পাবেন।
কোন ক্লাসে কত টাকা বৃত্তি দেওয়া হয়?
Life Insurance Corporation সংস্থার অধীনে Housing Finance Limited এর পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রত্যেক বছর পনেরো হাজার টাকা এবং স্নাতকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে প্রতিবছর ২৫ হাজার টাকা করে পাবেন ছাত্র-ছাত্রীরা।
LIC Vidyadhan Scholarship এ কিভাবে আবেদন করবে?
উক্ত স্কলারশিপ এ আবেদনের জন্য আগ্রহী ও ইচ্ছুক প্রার্থীরা সবার আগে অনলাইনে https://t.me/Job_Scholarship_Pension এই পোর্টালে গিয়ে একটি বৈধ মোবাইল নম্বর ও জিমেইল আইডি দিয়ে নাম রেজিষ্ট্রেশন করে নিন। এরপর লগইন করে Scholarship Application Page এ গিয়ে Category নির্বাচন করুন। এবারে HFL Vidyadhan Scholarship এর অধীনে Start Application এ যান।
পরবর্তী পেজে সঠিক ও নির্ভেজাল তথ্য দিয়ে আবেদন পত্রের শূন্যস্থান পূরণ করুন। এখন প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাট এ স্ক্যান করে আপলোড করুন। আবেদন Submit করার আগে সমস্ত তথ্য ভালোভাবে খতিয়ে দেখে নিন। কোনও ত্রুটি থাকলে তা সংশোধন করে আবেদন সাবমিট করুন।
আরও পড়ুনঃ- সামনেই পুজো। সেপ্টেম্বর মাসে রাজ্যবাসী কে কতটা পরিমাণ রেশন সামগ্রী দিচ্ছে সরকার জেনে নিন।
LIC HFL স্কলারশিপ এ কি কি ডকুমেন্টস প্রয়োজন?
এই স্কলারশিপ এ আয়োজনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন।
১) আবেদনকারীর ছবিসহ আইডেন্টিটি (আধার কার্ড)।
২) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র (10th এর Admit বা Birth Certificate)।
৩) Passport Size এর Colour Photograph।
৪) আবেদনকারীর বর্তমানে পাঠরত শ্রেণীতে ভর্তির Receive Copy।
৫) পূর্ববর্তী শ্রেণীর বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৬) পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৭) আবেদনকারীর ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি।
ডেডলাইন:-
এই স্কলারশিপ এ আবেদন বর্তমানে চালু রয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
কিভাবে স্কলারশিপ পাবেন?
এই স্কলারশিপে আবেদনের সময় দেওয়া মোবাইল ও ইমেইল আইডি তে স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাঠানো হবে। সম্পূর্ণ মেধা ও পরিবারের আর্থিক পরিস্থিতির ওপর ভিত্তি করে এই স্কলারশিপ ছাত্র ছাত্রীদের প্রদান করা হয়ে থাকে। আবেদনকারী স্টুডেন্ট রা বৃত্তির জন্য নির্বাচিত হলে তাদের প্রদত্ত জিমেইল এ নিশ্চিতকরণ মেইল পাঠানো হয় পরবর্তী পদক্ষেপের জন্য (ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রসেস)।
এমন আরও সব গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও গুগল নিউজ এ ফলো করুন।
গুগল নিউজ:- Link
টেলিগ্রাম:- Link