সামনেই পুজো। সেপ্টেম্বর মাসে রাজ্যবাসী কে কতটা পরিমাণ রেশন সামগ্রী দিচ্ছে সরকার জেনে নিন।

রেশন কার্ড ভারতীয় নাগরিকদের কাছে একটি ভীষণ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই রেশন কার্ডের মাধ্যমেই গ্রাহকেরা রেশন দোকান থেকে রেশনের বিভিন্ন সামগ্রী পেয়ে থাকেন। আগে বিপিএল তালিকাভুক্তদের বড়ো রেশন কার্ড থাকলেও এখন ডিজিটাল কার্ড ATM কার্ডের আকারে ছোটো করা হয়েছে। কেবল RKSY-I ও RKSY-II ডিজিটাল রেশন কার্ডদ্বয় বড়োই রয়ে গেছে। রেশন কার্ড তবে বর্তমানে কার্ড নম্বর স্ক্যান করে ডিলারের কাছে রেশন দ্রব্য তুলতে রেশন কার্ড থাকা আবশ্যিক।

   

বর্তমানে প্রায় ন’কোটি রেশন উপভোক্তা বাংলায় বিনামূল্যে রেশন পাচ্ছেন। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী প্রচুর সংখ্যক রাজ্যের মানুষ এই রেশন সামগ্রী পেয়ে প্রভূত উপকার পাচ্ছেন। বিশেষত বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড ধারীদের দুমুঠো অন্নসংস্থানের বন্দোবস্ত করতে ২০২০ সালে করোনার সময় থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। অবশ্য বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা শেষ হলেও বহুবার সময় বাড়ানো হয়েছে।

বেশ কিছুদিন হলো রেশন কার্ডের সাথে আধার তথ্য লিঙ্ক করার কাজ চলছে। বহু মানুষ ইতিমধ্যেই সেই কাজ সম্পন্নও করেছেন। যেহেতু আধারের সাথে ব্যাঙ্ক সংযুক্তিকরণ রয়েছে। তাই কোন ব্যক্তির ইনকাম কত তা জানতে পারছে কেন্দ্র সরকার। কোন রেশন কার্ড হোল্ডার কতটা সুবিধা পাওয়ার উপযুক্ত সেই হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রেশন ডিলারদের কাছে খাদ্য সামগ্রী পাঠায় সরকার।

প্রত্যেক মাসেই রেশনে কতটা দ্রব্য সামগ্রী দেওয়া হবে তার একটা তালিকা প্রকাশ করে থাকে রাজ্য খাদ্য দপ্তর। যাতে রেশল ডিলারেরা রেশন দেওয়া নিয়ে কারচুপি না করতে পারেন, সেজন্য সরকারি নিয়ম অনুযায়ী রেশন দেওয়ার সময় রেশন দোকানের সামনে প্রত্যেক মাসের বরাদ্দকৃত কার্ড অনুযায়ী রেশন সামগ্রীর পরিমাণ কত অর্থাৎ কোন কার্ডের রেশন সুবিধাভোগীরা কতটা রেশন পাবেন তার হিসেব বোর্ডে লিখে রাখা হয়।

আরও পড়ুনঃ- জমানো টাকা ডবল করতে চান? পোস্ট অফিসের এই স্কিম গুলিতে বিনিয়োগ করুন।

সরকারি নির্দেশিকা অনুযায়ী সেপ্টেম্বর, ২০২৩ এ অন্ত্যোদয় অন্ন যোজনার (AAY) কার্ড রয়েছে এমন ব্যক্তিরা পরিবার পিছু ২১ Kg চাল, ১৩.৩ Kg আটা বা গম এবং ১ Kg চিনি ১৩.৫ টাকা দরে একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন।

অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (PHH) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (SPHH) -এই দুই প্রকার কার্ড যাদের রয়েছে তারা এমাসে লোকপিছু ৩ Kg করে চাল এবং ১.৯ Kg করে আটা/গম রেশন সামগ্রী পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১ (RKSY-I) এই শ্রেনীর কার্ড যাদের রয়েছে, তারা জনপিছু ৫ Kg করে চাল বিনামূল্যে সরকারের তরফে পেয়ে যাবেন। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-২ (RKSY-II) এই ধরনের রেশন কার্ড হোল্ডার রা কেবল মাথাপিছু ২ Kg করে চাল পাবেন। আর কোনোরূপ রেশন সামগ্রী পাবেন না উক্ত দুইপ্রকার রেশন কার্ড ধারীরা।

প্রতিমাসের রেশন সামগ্রী সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হোন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

Like Facebook Page