রাজ্যের শিক্ষকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো মধ্য শিক্ষা পর্ষদ। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট।

রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করলো রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। যখন তখন ঢোকা যাবে না পর্ষদেে। প্রধান শিক্ষক/শিক্ষিকাদের অভিযোগের ভিত্তিতে স্কুল শিক্ষকদের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ WBBSE এর। পাশাপাশি আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আর্জি গেল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে বিরাট বড়ো আপডেট।

   

সাম্প্রতিককালে রাজ্য-রাজনীতিতে অযোগ্য শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে সর্বসাধারণের মধ্যেই তর্জা তুঙ্গে। বহু ভুয়ো চাকরিপ্রার্থী নিয়োগ নিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অনেকেই তাই মধ্য শিক্ষা পর্ষদের দ্বারস্থ হচ্ছেন স্কুল ছুটি নিয়ে। এমনিতেই শিক্ষক নিয়োগ মামলায় মধ্যশিক্ষা পর্ষদ আদালতের প্রশ্নবাণে জর্জরিত হয়ে আছে।তারমধ্যে শিক্ষকদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নেরই যথার্থ উত্তর পর্ষদের কর্তৃপক্ষের কাছে নেই।

এদিকে শিক্ষকেরা লাগাতার স্কুল ছুটি নিয়ে এমন অভিযোগ করতে পর্ষদে আসায় পড়ুয়াদের ক্লাস নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা- অন্যান্য শিক্ষকদের বারংবার ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগ জানিয়ে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ কে চিঠি তে নালিশ করেছে। সেই অভিযোগের ভিত্তিতে West Bengal Board of Secondary Education এর সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পর্ষদে এসে শিক্ষকদের অভিযোগ জানানো ও আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার সময়সীমা (সকাল ১১টা- দুপুর২ টা) কমানো হয়েছে।

যদিও বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, এতে আখেরে লাভ কি হলো তা বোঝা দায়। কেননা যেসকল শিক্ষক ১-২টা ক্লাস করিয়ে এসে অভিযোগ জানাবেন বলে ভাবছেন তাদের যেমন এতে কাজ হবে না তেমনি পর্ষদে কাজ সেরে ক্লাসে ফেরাও সম্ভব হবে না শিক্ষকদের।

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককের খাতা মূল্যায়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে রাজ্যের শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে। মঞ্চের তরফে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে পৃথকভাবে অনুরোধ করা হয়েছে, যাতে একই শিক্ষক/শিক্ষিকাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার খাতা মূল্যায়ন করতে না দেওয়া হয়। ঐক্য মঞ্চের দাবি, অনেক যোগ্য শিক্ষক/শিক্ষিকাকেই খাতা দেখা থেকে বিরত রাখা হয়।

আরও পড়ুনঃ- স্কুল খোলার পরে আবার বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ছটপূজার পরে নতুন ছুটির ঘোষণা রাজ্য শিক্ষা দপ্তরের।

এপ্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের আরও অনুযোগ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল মোটামুটি ৩-২.৫ মাসের মধ্যে বের করতে হয় পর্ষদ ও সংসদকে। এরফলে একজন শিক্ষক বা শিক্ষিকার পক্ষে বোর্ড ও কাউন্সিল এর গাইডলাইন মেনে নিখুঁতভাবে খাতা দেখে নির্ধারিত সময়ের ভেতর জমা দেওয়া একটু চাপের, এক্ষেত্রে খাতা মূল্যায়নের ক্ষেত্রে কিছু না কিছু খামতি থেকে যায়। যেকারণে খাতা পূনর্মূল্যায়ন (স্ক্রুটিনি বা রিভিউ) এর মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

উপরিউক্ত কারণগুলির জন্য WBBSE ও WBCHSE এর সভাপতি দ্বয়ের কাছে আর্জি জানিয়ে মঞ্চের সদস্যরা জানিয়েছেন, যাতে তাদের এই অনুরোধটি বিচার করে কোনো পদক্ষেপ গ্রহণ করে বোর্ড ও কাউন্সিল।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট নোটিফিকেশন ও স্কলারশিপ, চাকরি ও সরকারি যোজনা সম্বন্ধে বিভিন্ন দরকারি সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের WhatsApp চ্যানেল এ জয়েন করুন।

WhatsApp Channel:- Link

Like Facebook Page