PNB ও SBI তে অ্যাকাউন্ট থাকলে মস্ত বড়ো আপডেট। আরও বেশি সুবিধা পাবেন গ্রাহকেরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করলো উক্ত দুই ব্যাংক কর্তৃপক্ষ। PNB ও SBI তে পাসবই থাকলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইলো। এখন থেকে এই দুই ব্যাঙ্কের গ্রাহকেরা আরও বেশি বেশি সুবিধা পাবেন।

   

যেসকল ব্যক্তির Punjab National Bank এ অ্যাকাউন্ট রয়েছে, তাদের উদ্দেশ্যে পিএনবি অফিশিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানিয়েছে, গ্রাহকেরা চলতি বছর ৩০ শে নভেম্বর পর্যন্তই mPassbook App এর মাধ্যমে সুবিধা গ্রহণ করতে পারবেন। ১ ডিসেম্বর থেকে কাস্টমারদের জন্য আর এই সুবিধা উপলভ্য হবে না। এতদিন (নভেম্বর পর্যন্ত) এই অ্যাপের মাধ্যমে Transaction History, Mini Statement এর ফাইল পিডিএফ ডাউনলোড করার মতো সুবিধা পেতেন গ্রাহকেরা।

তবে অ্যাকাউন্ট হোল্ডারদের চিন্তার কোনো কারণ নেই। এমপাসবুক অ্যাপ উঠিয়ে দেওয়া হলেও PNB কর্তৃপক্ষ জানিয়েছে, এর পরিবর্তে গ্রাহকদের সার্ভিস দিতে পয়লা ডিসেম্বর থেকে PNB One নামক অ্যাপ লঞ্চ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই অ্যাপের মাধ্যমে Digital Transaction, Bank Mini Statement ডাউনলোড ও বিভিন্ন ডিজিটাল পরিষেবা মিলবে বলে পিএনবি সূত্রে খবর। এরজন্য প্লেস্টোর/অ্যাপল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় সেটিংস করে নিতে হবে।

অপরদিকে গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও গোষ্ঠীর সাথে হাত মেলালো এসবিআই। যেসকল ব্যক্তি ডিজিটাল মাধ্যমে Shopping করেন তাদের জন্য দারুণ সুখবর দিল Reliance Jio ও SBI। যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

State Bank কর্তৃপক্ষ তার গ্রাহকদের সামাজিক গণমাধ্যমে অফিশিয়াল পোস্ট করে জানিয়েছে, যেসকল গ্রাহক Online Card Shopping করতে ভালোবাসেন তাদের জন্য রিলায়েন্স জিও গোষ্ঠীর সঙ্গে গাঁটছড়া বেঁধে Reliance SBI Card আনতে চলেছে এসবিআই। এর ফলে উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক।

আরও পড়ুনঃ- রাজ্যের শিক্ষকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো মধ্য শিক্ষা পর্ষদ। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট।

SBI ও Jio গোষ্ঠী সূত্রে খবর, এই কার্ড কে দুটি ভাগে লঞ্চ করা হবে। একটি Reliance SBI Card ও অপরটি Reliance SBI Card Prime। এই কার্ড দুটির মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন Reliance Retail Outlet এ ওষুধপত্র, পোশাক ও গ্রসারি শপিং করতে পারবেন। সাথে পেয়ে যাবেন দুর্দান্ত সব লোভনীয় অফার। রিলায়েন্স এসবিআই কার্ডে বছরে সর্বোচ্চ এক লক্ষ টাকা এবং প্রাইম কার্ডে সবচেয়ে বেশি তিন লাখ টাকা পর্যন্ত কেনাকাটা করার সুবিধা পাবেন উপভোক্তারা।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের a to z আপডেট পান।আজই আমাদের সামাজিক মাধ্যম গ্রুপে (WP Channel) যুক্ত হন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ (চ্যানেল):- Link