ইমেইল করলে পাবেন ১০,০০০ টাকা। আবেদন করুন পারম্পরিক স্কলারশিপে।

ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর। যেসব পড়ুয়া স্কলারশিপের সাহায্যে পড়াশোনা করতে চাইছেন কিম্বা যারা বাড়ির অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল না হওয়ায় কারণে উচ্চশিক্ষা গ্রহণে অপারগ তাদের জন্য একটি নতুন স্কলারশিপের খোঁজ নিয়ে এসেছি। এই স্কলারশিপটির নাম পারম্পরিক স্কলারশিপ। কোর্স অনুযায়ী বিভিন্ন পরিমাণ টাকা পেয়ে থাকেন বিদ্যার্থীরা।

   

এটি একটি প্রাইভেট স্কলারশিপ। তাই যেসকল শিক্ষার্থী অন্য কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপের জন্য আবেদন করেছেন তারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। যাতে তাদের পড়াশোনায় অনেকটাই সাহায্য হয়। সাধারণত দুঃস্থ ও মেধাবী পড়ুয়ারাই এই বৃত্তি পেয়ে থাকেন। ছাত্র ছাত্রী উভয়ই আবেদন যোগ্য। এই স্কলারশিপে আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে অনুরোধ করা হচ্ছে।

বৃত্তি প্রদানকারী সংস্থা:-

প্রতি বছর Paramparik Foundation এর পক্ষ থেকে দু:স্থ ও মেধাবী পড়ুয়াদের এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

আরও পড়ুন: আবেদন করুন জয় জোহার/তপশিলি বন্ধু প্রকল্পে এবং পেয়ে যান ১,০০০ টাকা প্রতি মাসে।

আবেদন যোগ্যতা:-

এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে।

• আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• যে বছরে আবেদন করবেন সেই বছরে আবেদনকারী উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
• আবেদনকারীকে ন্যূনতম ৮০ শতাংশ নম্বর পেতে হবে।
• আবেদনকারী কে অবশ্যই Medical, Engineering অথবা Nursing এর স্নাতক (Graduation) কোর্সে ভর্তি হতে হবে।

আর্থিক অনুদান ও সুবিধা:-

এই স্কলারশিপের পরিমাণ কোর্স অনুযায়ী ন্যূনতম ১০,০০০ টাকা বা তারও বেশি হয়ে থাকে। এছাড়াও পড়ুয়াদের পড়াশোনার সাহায্যার্থে বিভিন্ন পুস্তকও দিয়ে থাকে পারম্পরিক ফাউন্ডেশন।

আবেদনের পদ্ধতি:-

Email এর মাধ্যমে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আপনার Name, Address, Previous Year Exam Percentage, Annual Family Income ও অন্যান্য Documents ফটো তুলে নীচের ঠিকানায় পাঠাতে হবে। বৃত্তির জন্য সিলেক্ট হলে স্কলারশিপ প্রাপককে Documents Verification এর জন্য ডাকা হবে।

Email Address:-
[email protected]

প্রয়োজনীয় নথি:-

এই স্কলারশিপে আবেদনের সময় নিম্নলিখিত ডকুমেন্টস গুলি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে নির্দিষ্ট মাধ্যমে।

• পরিচয় পত্র (আধার কার্ড)।
• 10+2 এর মার্কশীট।
• পাসপোর্ট মাপের রঙিন ছবি।
• নতুন কোর্সে ভর্তির রিসিভ কপি।
• EWS সার্টিফিকেট (যদি থাকে)।
• ব্যাঙ্ক ডিটেইলস।
• পারিবারিক আয়ের শংসাপত্র।

স্কলারশিপের জন্য প্রার্থীদের কিভাবে নির্বাচন করা হয়?

Paramparik Foundation আবেদনকারীর Academic Score ও পরিবারের অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে এই স্কলারশিপের জন্য প্রার্থীদের নির্বাচন করে থাকেন। এর জন্য একটি ইন্টারভিউ রাউন্ড রাখা হয়। ইন্টারভিউ এ সিলেক্ট হলে স্কলারশিপের জন্য নির্বাচিত হবেন।

কত বছরের জন্য বৃত্তি পাবেন?

স্কলারশিপের জন্য একবার নির্বাচিত হলে আপনার কোর্সটি যত বছরের সেই সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত টাকা পাবেন। তবে প্রতি বছর বৃত্তি পাওয়ার জন্য আবেদন যোগ্যতা মানতে হবে এবং আবেদন Renewal করতে হবে।

আবেদনের শেষ তারিখ:-

এই স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। উচ্চ মাধ্যমিক পাসের পর উপরে উল্লিখিত যেকোনো কোর্সে ভর্তি হলেই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

Like Facebook Page