গরমে এপ্রিল, মে ও জুন মাসে একটানা দীর্ঘদিন বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান। কবে কবে ছুটি এখনই জেনে নিন।

বাংলায় গরমের প্রাক সূচনা হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই গরম পড়তে না পড়তেই গ্রীষ্মের ছুটি নিয়ে হইচই বেঁধে গিয়েছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে। রাজ্যজুড়ে কবে থেকে শুরু হতে চলেছে গরমের ছুটি? এপ্রিল, মে ও জুন মাসে কবে কবে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

   

বসন্তের শেষে গ্রীষ্মের সূচনা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের কোথাও কালবৈশাখী হচ্ছে তো কোথাও বইছে গরম বাতাস লু। এরইমধ্যে আবহাওয়া বিজ্ঞানীদের সচেতনতা মৌসম যেকোনো সময় পরিবর্তন হতে পারে। প্রতিবছর দেখা যায় প্রচন্ড গরমে বিদ্যালয়ে যাতায়াতের কারণে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়াররা। তাই এই সিজন চেঞ্জের সময় শরীর সুস্থ রাখতে স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করতে বলেছেন চিকিৎসকেরা। যেমন এই টান টান গরমে দেহকোষ কে সিক্ত ও সতেজ রাখতে জল ও ফল বেশি করে খেতে বলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, এবছর গরমের ছুটির মধ্যেই পড়েছে লোকসভা নির্বাচন। রাজ্যে ৪২টি লোকসভা আসনে মোট ৭টি দফায় সম্পন্ন হবে ভোটগ্রহণ পর্ব। এবছর ৬ই মে থেকে শুরু হচ্ছে গ্রীষ্মের ছুটি। চলবে ২রা জুন পর্যন্ত। তবে ১৯শে এপ্রিল থেকে ভোটপর্ব শুরু হয়ে যাওয়ায় এবং প্রাথমিক বিদ্যালয়, পলিটেকনিক ও বিভিন্ন কলেজ প্রাঙ্গণ ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত হওয়ায় বিক্ষিপ্তভাবে জেলাগুলিতে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান।

আগামী ১৯শে এপ্রিল শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। দ্বিতীয় দফায় ২৬শে এপ্রিল শুক্রবার রায়গঞ্জ, দার্জিলিং ও কালিম্পং এ নির্বাচন। মালদহ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ৭ই মে মঙ্গলবার ভোটপর্ব সম্পন্ন হবে। চতুর্থ দফার দিন ১৩ই মে সোমবার বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল ও বহরমপুরে লোকসভা নির্বাচন। তাই উক্ত দিনগুলোতে সংশ্লিষ্ট জেলার ভোটগ্রহণ শিক্ষা প্রতিষ্ঠান গুলি (বুথগুলি) পঠন পাঠন থেকে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ- বন্ধ হবে কিষাণ সন্মান নিধির ১৭তম প্রকল্পের টাকা। এই কাজ সেরে রেখেছেন?

এছাড়াও পঞ্চম দফায় ২০শে মে সোমবার হাওড়া, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর, উলুবেড়িয়া, আরামবাগ এবং বনগাঁ তে চব্বিশে নির্বাচন প্রক্রিয়া চলবে। ২৫শে মে শনিবার ষষ্ঠ দফার নির্বাচনে বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, কাঁথি, ঘাটাল ও তমলুক লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। এবং ১লা জুন শনিবার শেষ ও সপ্তম দফার দিনে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসাত, জয়নগর, বসিরহাট, ডায়মন্ড হারবার ও মথুরাপুর কেন্দ্রে ভোটগ্রহণ। তাই উপরিউক্ত দিনগুলোতেও গরমের ছুটির পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান গুলি ভোটগ্রহণের কারণে ছাত্র-ছাত্রীদের জন্য ছুটি থাকবে।

এরপর ৩রা জুন, সোমবার আবারও শিক্ষা প্রতিষ্ঠান গুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও ৪ঠা জুন ভোট গণনার দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা এই বিষয়ে এখনই কোনও নির্দেশিকা জারি করেনি রাজ্য শিক্ষা দপ্তর।

রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন ছুটির ঘোষণা, সরকারি যোজনা, উল্লখযোগ্য বৃত্তি এবং জব বিষয়ক সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্য আপডেট সর্বাগ্রে জানতে হলে আমাদের নিচের মাধ্যম গুলিতে যুক্ত হতে হবে।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page