পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে গরমের ছুটি বৃদ্ধি করলো রাজ্য সরকার। ভালোমতো গরম পড়তে না পড়তেই এবছর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের গ্রীষ্মের ছুটি বাড়িয়ে দিল নবান্ন। রাজ্যের বেশ কিছু জেলায় গরমের ছুটি ও নির্বাচনের ছুটি সাধারণ ছুটির অন্তর্ভুক্ত হলো। কেন বাড়ানো হলো চব্বিশ সালের সামার ভ্যাকেশন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২৪ সালের গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নির্দেশিকায় দেখা গেছে গতবারের তুলনায় এবছর অনেকটাই বেশি ছুটি পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। কিছু জায়গায় নির্বাচন ও গ্রীষ্মের ছুটি একাকার হয়ে গেল। রাজ্যে কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি? ঠিক কতদিন থাকবে Summer Vacation?
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর ১৯শে এপ্রিল থেকে শুরু হচ্ছে চব্বিশে লোকসভা নির্বাচন। ঊনিশে এপ্রিল রাজ্যে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফায় ২৬ শে এপ্রিল দার্জিলিং, কালিম্পং ও রায়গঞ্জে লোকসভা নির্বাচন। ৭ই মে মালদা ও মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন লোকসভা কেন্দ্রে (ব্যতীত বহরমপুর) বুথে বুথে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
চতুর্থ দফায় ১৩ই মে বর্ধমান, বীরভূম, নদীয়া ও বহরমপুরে ভোটগ্রহণ। ২০শে মে হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগণা তে লোকসভা নির্বাচন। এরপর ষষ্ঠ দফার নির্বাচনে দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া লোকসভা আসন গুলিতে ভোটপর্ব সম্পন্ন হবে। ১ লা জুন শেষ দফার নির্বাচনে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগণা তে লোকসভা নির্বাচন সম্পন্ন হবে।
আরও পড়ুনঃ- শিক্ষা প্রতিষ্ঠান গুলি দফায় দফায় ছুটি রাজ্য জুড়ে। জেলাভিত্তিক ছুটি কবে কোথায়?
উল্লেখ্য ভোটের মাঝেই ৬ই মে থেকে ২রা জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার ছুটি থাকছে ২৮ দিনের মতো যা অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি। এরপর দীর্ঘ আঠাশ দিন পরে ৩রা জুন ফের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি খুলে যাবে। যদিও ৪ঠা জুন ভোটগণনার দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিনা তা নিয়ে এখনই কোনও নোটিশ জারি করেনি নবান্ন।
সরকারি ছুটি সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ ও বিস্তারিত লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম, ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ এ যুক্ত হন।
হোয়াটসঅ্যাপ:- Link
টেলিগ্রাম:- Link
ফেসবুক:- Link