অক্টোবরে রেশন আপডেট। পুজোয় অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন এই রেশন কার্ড হোল্ডার রা।

পুজোর আগে অক্টোবরে রেশন সামগ্রী নিয়ে গুরুত্বপূর্ণ বড়ো আপডেট। নির্দিষ্ট কিছু এলাকার গ্রাহকেরা অতিরিক্ত রেশন দ্রব্য পেতে চলেছেন এই মাসে। চলুন তবে জেনে নেওয়া যাক, কতটা পরিমাণ রেশন পেতে পেতে চলেছেন সাধারণ উপভোক্তারা। এবং কোন রেশন কার্ড হোল্ডাররাই বা অতিরিক্ত রেশন দ্রব্য পেতে চলেছেন এই মাসে। খাদ্য দপ্তরের তরফে পুজোর মাসে রেশন সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো।

   

প্রত্যেক মাসেই বিভিন্ন প্রকারের রেশন কার্ডের মধ্যে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী বরাদ্দ করেছে সরকার, তা খাদ্য দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয়ে থাকে। সরকারের তরফে যে ক্যাটেগরির কার্ডে যতটা রেশন দ্রব্য বরাদ্দ হয়েছে, সেই তালিকা বোর্ডে বা কাগজের প্রিন্ট আউটে দোকানের সামনে টাঙিয়ে দেওয়া সরকারেরই নিয়ম। যাতে বিভিন্ন রকম কার্ড হোল্ডার রা তাদের প্রাপ্য সরকার কর্তৃক বরাদ্দকৃত রেশনের পরিমাণ সম্পর্কে বিভ্রান্ত না হয়।

পুজোর মাসে (অক্টোবর, ২০২৩) রাজ্যের বিভিন্ন রেশন দোকানে কার্ড অনুযায়ী নিম্নলিখিত পরিমাণ বিনামূল্যে রেশন দ্রব্য বন্টন করা হবে রেশন ডিলারের তরফে দুয়ারে সরকার ক্যাম্পে।

SPHH ও PHH:-

স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড। -এই দুই প্রকার রেশন কার্ড যাদের রয়েছে সেইসকল পরিবারের সদস্যরা মাথাপিছু তিন কেজি চাল, মাথাপিছু দুই কেজি গম অথবা তিন প্যাকেট করে আটা ডিস্ট্রিবিউট করা হবে একেবারে বিনামূল্যে।

AAY:-

অন্ত্যোদয় অন্ন যোজনা -এই ধরনের রেশন কার্ড হোল্ডাররা পরিবার প্রতি একুশ কেজি করে চাল, চৌদ্দ কেজি গম বা তেরো কেজি তিনশো গ্রাম আটা একদম বিনামূল্যে দেওয়া হবে। আটা না থাকলে আটার পরিবর্তে গম দেওয়া হবে সংশ্লিষ্ট পরিবার গুলোকে।

RKSY-I:-

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ এই শ্রেণীর রেশন কার্ড থাকলে সুবিধাভোগীরা লোকপিছু তিন কেজি করে চাল এবং দুই কেজি করে আটা দেওয়া হবে এই মাসে। আটা না থাকলে আটার পরিবর্তে গম দেওয়া হবে।

RKSY-II:-

এই টাইপ এর রেশন কার্ড যাদের রয়েছে, সেইসব উপভোক্তারা জনপিছু পাঁচ কেজি করে চাল এবং ১ কেজি করে আটা দেওয়া হবে। আটা না থাকলে এর পরিবর্তে চাল পেয়ে যাবেন এই রেশন কার্ড ধারীরা।

আরও পড়ুনঃ- পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করে পেয়ে যান বার্ষিক ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।

এছাড়াও এই সাধারণ রেশন বন্টনের পাশাপাশি, রাজ্য সরকারের রেশনের বিশেষ প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন সামগ্রী প্রদান করা হবে। যেমন- আপনি যদি জঙ্গলমহলের বাসিন্দা হন এবং আপনার পরিবারে সদস্যের সংখ্যা তিনজনের বেশি হলে AAY কার্ড হোল্ডারদের পরিবার পিছু অতিরিক্ত ৮ কেজি চাল ও তিন কেজি গম দেওয়া হবে।

জঙ্গল মহলের বাসিন্দা PHH ও RKSY-I এই দুই প্রকার রেশন কার্ড ধারীরা অতিরিক্ত ৬ কেজি করে চাল পেয়ে যাবেন। একইভাবে পাহাড়ের বাসিন্দা, চা বাগানের কর্মী রেশন কার্ড ধারীরাও এমাসে অতিরিক্ত রেশন সামগ্রী পেতে

প্রতি মাসের রেশন সামগ্রী সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট টি গুগলে নিয়মিত ভিজিট করুন।

Google News:- Link

Telegram:- Link

Like Facebook Page