পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করে পেয়ে যান বার্ষিক ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।

দু:স্থ মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে তাদের পড়াশোনা ও উচ্চ শিক্ষা কে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন নন গভর্নমেন্ট সংগঠন ও শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। কেবল অর্থের অভাবে আগ্রহ সম্পন্ন পড়ুয়াদের লেখাপড়া যাতে থমকে না যায়, তার জন্য মেধাসম্পন্ন গরীব বিদ্যার্থীদের ভালো পরিমাণ টাকা প্রত্যেক বছর বৃত্তি দিয়ে থাকে JSW অর্গানাইজেশন।

   

জেএসডব্লিউ সংস্থার তরফে দেওয়া এই বৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের কিরকম আবেদন যোগ্যতা থাকতে হবে? আবেদন কিভাবে করবেন? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? কত টাকা বৃত্তি দেওয়া হয় বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ প্রতিবেদন ছাত্র ছাত্রীদের মনযোগ সহকারে পড়ার জন্য বলা হচ্ছে।

আবেদন যোগ্যতা:-

JSW Udaan Scholarship এ আবেদনের জন্য আবেদনকারীর নিচের যোগ্যতাগুলি থাকা আবশ্যক।

১) এই বৃত্তি পাওয়ার জন্য আবেদনকারী কে অবশ্যই 10+2 উত্তীর্ণ হতে হবে।
২) আবেদনকারী কে উচ্চ মাধ্যমিক স্তরে কমপক্ষে ষাট শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
৩) প্রার্থীদের যে কোনও শাখায় গ্র্যাজুয়েশন (সাধারণ বা প্রফেশনাল) কোর্সে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
৪) আবেদনকারী কে অবশ্যই UGC/AICTE স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
৫) পড়ুয়াদের বাড়ির বছরে Income আট রাখ টাকার নিচে হতে হবে।

বৃত্তির পরিমাণ:-

এই স্কলারশিপে আবেদন করলে যোগ্য পড়ুয়ারা ন্যূনতম দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পড়াশোনার জন্য আর্থিক সহায়তা পেয়ে যাবেন উক্ত সংস্থার পক্ষ থেকে।

আবেদন পদ্ধতি:-

এই স্কলারশিপে আবেদন করতে আগ্রহী প্রার্থীরা https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/scholarship এই site এ গিয়ে প্রথমে অনলাইন রেজিষ্ট্রেশন করে নেবেন। এরপর Id, Password দিয়ে লগইন করে অনলাইন আবেদন পত্রটি সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করুন। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সাইজে Scan করে Upload করবেন। Application, Online এ জমা করার পূর্বে সমস্ত তথ্য আরেকবা খতিয়ে দেখতে ভুলবেন না।

আরও পড়ুনঃ- রাজ্যের এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে ৯,০০০ টাকা করে দেবে সরকার। কিভাবে আবেদন করবেন? কবে থেকে আবেদন শুরু?

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

জেএসডব্লিউ উড়ান স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের নিম্নলিখিত ডকুমেন্টস গুলি Ready রাখতে হবে।

১) আবেদনকারীর আঁধার কার্ড।
২) পাসপোর্ট মাপের রঙিন ফটো।
৩) 10th ও 12th এর মার্কশীট।
৪) বর্তমানে পাঠরত কোর্সে ভর্তির Received Copy।
৫) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৬) আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস।

আবেদনের সময়-সীমা:-

2023-’24 শিক্ষাবর্ষে JSW Udaan Scholarship এ আবেদনের শেষ তারিখ হলো ১১ই অক্টোবর, ২০২৩।আগ্রহী প্রার্থীরা ডেডলাইন আগে আবেদন করুন।

এমন আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কলারশিপের খবর সম্বন্ধে নিত্যনতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক এ ফলো করতে ভুলবেন না।

Telegram:- Link

Facebook:- Link

Like Facebook Page