রাজ্যে চালু হচ্ছে তিনটি নয়া প্রকল্প। সাধারণ মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার হাজার টাকা পাবেন!

রাজ্যে আরও তিনটি প্রকল্পের শুভসূচনা। আগামী দুয়ারে সরকার ক্যাম্প থেকেই এই প্রকল্প গুলির সুবিধা মিলবে বলে জানিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন হাজার হাজার টাকা। কবে থেকে পাবেন এই সুবিধা? আগামী দুয়ারে সরকার ক্যাম্পই বা কবে অনুষ্ঠিত হতে চলেছে? এই প্রকল্প গুলির অধীনে কত টাকা করে মাসিক ভাতা পাবেন রাজ্যের মানুষ? পাশাপাশি আর কি কি সুবিধা পাওয়া যাবে? কারাই বা এই প্রকল্প গুলির সুবিধা নিতে পারবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে অনুরোধ করা হচ্ছে।

   

একুশ সাল থেকেই রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্পে একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের অসংখ্য মানুষ। কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, জয় জোহর, প্রতিবন্ধী ভাতা, তফশিলি বন্ধু, মানবিক স্কীম, কন্যাশ্রী, রুপশ্রী ও যুবশ্রী সহ একাধিক জনহিতকর প্রকল্পের সুবিধা নিচ্ছেন কোটি কোটি বাংলার মানুষ। আর দুয়ারে সরকার ক্যাম্পে কোনো ডকুমেন্টস জমা দিলে তা অতি দ্রুততার সাথে সেই কাজের সমাধানও পাচ্ছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন প্রতি তিন মাস অন্তর অন্তর দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেইমতো আগামী অগাস্ট মাসের শুরুতে ফের বসতে পারে দুয়ার সরকার ক্যাম্প।

আগামী দুয়ারে সরকার ক্যাম্পে যে তিনটি স্কীমের সুবিধা পেতে চলেছেন রাজ্যবাসী তা নিম্নরূপ:-

১) Weavers Credit Card:-

ওয়েভার ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে রাজ্যের তাঁতি সম্প্রদায় বা তাঁতশিল্পের সাথে জড়িত মানুষকে প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে দেওয়ার কথা হয়েছে। গ্রাম-বাংলায়, নগর-গঞ্জে যারা তাঁত বোনার কাজ করেন তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করে উক্ত প্রকল্পের সুবিধা নিতে পারেন।

২) Matsyajeebi Credit Card:-

বাংলায় বসবাসকারী জেলে সম্প্রদায়ের লোকজন যারা রয়েছেন, যারা মৎস্যজীবী তাদের মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রদানের মাধ্যমে ব্যবসায় উন্নতি করার জন্য আর্থিকভাবে সহায়তা করা হবে রাজ্যের তরফে। অর্থাৎ মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরাও দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদনের মাধ্যমে প্রত্যেক মাসে হাজার টাকা করে পেনশন পেতে চলেছে এই প্রকল্পের আওতায়। পাশাপাশি লোনের মতো সুবিধা পাবেন ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে।

আরও পড়ুনঃ- মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের পরে কোন ১৪ টি স্কলারশিপে সবচেয়ে বেশি টাকা পাবেন?

৩) Artisan Credit Card:-

আর্টিসান ক্রেডিট কার্ড হলো, রাজ্যে কম আয়সম্পন্ন যেসকল শিল্পী বা আর্টিস্ট রয়েছেন, তাদের আর্টিসান ক্রেডিট কার্ড প্রকল্পের অন্তর্ভুক্ত করে মাসিক ন্যূনতম ভাতা প্রদানের মাধ্যমে আর্থিকভাবে সবল করা। তাই রাজ্যে কম আয় সম্পন্ন যেসকল শিল্পী রয়েছেন তারাও আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের সুবিধা পেতে, Artisan Credit Card এ আবেদন করে উক্ত প্রকল্পে নাম নথিভুক্ত করতে ভুলবেন না। এই প্রকল্পের অধীনে রাজ্যের দু:স্থ শিল্পীরা মাসে ১,০০০ টাকা ভাতা পেয়ে যাবেন।

উক্ত তিন প্রকল্পে ন্যূনতম হাজার টাকা মাসিক ভাতা ছাড়াও ব্যাবসা করার জন্য ২ লাখ টাকা পর্যন্ত ঋণ পেয়ে যাবেন সরকারের তরফে এমনটাই খবরের আপডেট উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে।

এমন তাৎপর্যপূর্ণ খবরের বিস্তারিত আপডেট পেতে Google News, WhatsApp, FacebookTelegram এ আমাদের ফলো করুন।

Like Facebook Page