এলপিজি সিলিন্ডার প্রতি আরও দাম কম লাগছে এই পদ্ধতিতে বুকিং করলে।

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলো আরও ১০০ টাকা। কিভাবে এই সুবিধা নেবেন? ক্রমশ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এলপিজি সিলিন্ডার এর প্রাইস কম পড়ায় স্বস্তিতে সাধারণ মানুষ। ছাড় মূল্যে গ্যাস সিলিন্ডার পেতে জানতে হবে বিশেষ নিয়ম। সঠিক কোন পদ্ধতিতে গ্যাস সিলিন্ডার বুকিং করলে বাজার চলতি মূল্য থেকে আরও কমে মিলবে রান্নার গ্যাস সবিস্তারে জানুন নিচের প্রতিবেদনে।

   

দৈনন্দিন জীবনে যেসমস্ত জিনিসপত্র নিত্যপ্রয়োজনীয়, তারমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো রান্নার গ্যাস। আর বর্তমানে গরম বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম। এমতবস্থায় বিভিন্ন দ্রব্য সামগ্রীর আকাশছোঁয়া দামের কারণে সাধারণ মানুষকে চিন্তায় ফেলেছে সরকার। এরইমধ্যে গ্যাস সিলিন্ডার কিছুটা কমে মিলবে এর থেকে আর স্বস্তির খবর কিইবা হতে পারে?

সম্প্রতি পেটিএম এর মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং এর ক্ষেত্রে গ্রাহকদের ১০০ টাকা ছাড় দিচ্ছে উক্ত সংস্থা। ক্যাশব্যাক অফার এই টাকা উপযুক্ত ব্যক্তিরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন নগদ একশো টাকা। অর্থাৎ পরিস্কার কথায় এলপিজি সিলিন্ডারের দামে ১০০ টাকা কম পাচ্ছেন পেটিএম ব্যবহারকারী রান্নার গ্যাস গ্রাহকেরা।

উল্লেখ্য, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে ও পেটিএম এর মাধ্যমে গ্রাহকদের পেমেন্ট সংখ্যা বাড়াতে এবং কাস্টমারদের নিজের দিকে টানতে এই ক্যাশব্যাক অফারের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করছে পেটিএম। শুধু গ্যাস বুকিংই নয়। মোবাইল রিচার্জ এবং কারেন্টের বিল দেওয়ার ক্ষেত্রেও ১০ টাকা হতে ১০০ টাকা পর্যন্ত Cash Back এর অফার দিয়ে থাকে Paytm।

lpg-price-rebate-in-gas-booking-this-way-get-cashback

আরও পড়ুনঃ- আর আসবে না বিদ্যুতের বিল।এই প্রকল্পে নাম লেখান জলদি।

বর্তমানে গার্হ্যস্থ রান্নার গ্যাস সিলিন্ডারের কলকাতা তে মূল্য ৯২৯ টাকা। ভোটের সম্মুখে এর আগেও বহুবার গ্যাস সিলিন্ডারের দাম করিয়েছে খনিজ তেল কোম্পানিগুলো। বলা বাহুল্য, বেশ কিছুদিন আগেই নিয়ম ভঙ্গের কারণে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এরপর থেকেই পেটিএম কে পেমেন্টস অ্যাপ হিসেবে মানুষের বিশ্বাসযোগ্যতা কমতে আরম্ভ করে।

এরপর পেটিএমের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা বাড়াতে এই ধরনের অফার দেওয়া শুরু করে উক্ত অর্থ লেনদেন কারী সংস্থা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে গ্যাসের দাম মোটামুটি থাকলেও অন্যান্য দ্রব্যমূল্য যেহারে বৃদ্ধি পাচ্ছে, তাতে ১০০ টাকা কম হলেও বর্তমানে জিনিসপত্রে দাম চড়চড় করে বৃদ্ধি পাওয়ার ফলে তা অনেকটাই সাশ্রয়ী এমনি ভাবনা ব্যক্ত করলেন সাধারণ মানুষ।

এমন আরও সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট খবরাখবর সম্বন্ধে নিত্যনতুন ও সর্বশেষ খুটিনাটি নোটিফিকেশন পেতে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখুনি যুক্ত হয়ে নিন নিচের লিঙ্ক ক্লিক করে।

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link

Like Facebook Page