আর আসবে না বিদ্যুতের বিল। এই প্রকল্পে নাম লেখান জলদি।

আর দিতে হবে না বিদ্যুতের বিল। নতুন প্রকল্প নিয়ে এলো কেন্দ্র সরকার। বিদ্যুতের বিল শূন্য করে দেবো, জনসভা থেকেই ভাষণ মোদির। আর আসবে না কারেন্টের বিল। বাড়িতে আপনিই উৎপাদন করতে পারবেন বিদ্যুৎ। বরং বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারকে। সৌরশক্তি কে কাজে লাগিয়ে ইনকাম করার নতুন রাস্তা দেখাচ্ছে সরকার।

   

বিদ্যুতের খরচ বাঁচাতে নয়া উদ্যোগ মোদি সরকারের। চলতি বছর ফেব্রুয়ারী মাসে প্রধানমন্ত্রী সোলার ঘর ফ্রি বিজলী যোজনা প্রকল্পের সূচনা করে কেন্দ্র সরকার। গ্রামীণ এলাকায় প্রতিমাসে এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা করে কেন্দ্র। এর মাধ্যমে এক কোটি পরিবারকে মাসে মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী কে ভারতের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর স্থায়ী বাড়ি থাকতে হবে। বাড়িতে সোলার প্যানেল বসানোর মতো উপযুক্ত ছাদ থাকতে হবে। আবেদনকারীর বাড়িতে উপযুক্ত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা থাকতে হবে। তবেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন আপনি।

পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা তে ২ কিলোওয়াট সোলার প্যানেল বসানোর জন্য ৬০ শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্র এবং বাকি চল্লিশ শতাংশ ব্যাঙ্ক লোন দেয়া হবে। তিন Kilowatt ক্ষমতাসম্পন্ন সৌরশক্তি উৎপাদনকারী যন্ত্র বসানোর জন্য ২ kw এর জন্য ৬০ শতাংশ এবং ১ কিলোওয়াট এর জন্য ৪০ শতাংশ ভর্তুকি দেবে সরকার।

important-update-about-pm-surya-ghar-muft-bijli-yojana

আরও পড়ুনঃ- ২০১৬ -র সম্পূর্ণ প্যানেল বাতিল নয়। সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি শিক্ষক, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মধ্যে।

প্রধানমন্ত্রী সোলার ঘর বা সূর্যোদয় যোজনার আওতায় উৎপন্ন বিদ্যুৎ আপনি নিজ কার্যে ব্যবহার করতে পারবেন। এছাড়াও প্রয়োজনের অতিরিক্ত উৎপন্ন বিদ্যুৎ আপনি সরকার কে বিক্রি করে ইনকাম করতে পারবেন।

PMSGMBY এ কিভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী কে প্রথমে pmsuryaghar.gov.in এই পোর্টালে গিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে। সাইটে গিয়ে আবেদন ফর্মে আবেদনকারীর নাম, পরিচয়পত্র, ঠিকানা, বিদ্যুৎ সংস্থার নাম, কনজুমার আইডি, বাড়ির বিদ্যুতের বিল এবং বাড়ি ছাদের মালিকানার প্রমাণপত্র সহযোগে আবেদন করতে হবে।

এরকম আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের নিত্যনতুন ও খুটিনাটি লেটেস্ট আপডেট সরাসরি সবার আগে পেতে তাড়াতাড়ি যুক্ত হোন আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page