শিক্ষার্থী পড়ুয়াদের জন্য দুর্দান্ত সুখবর। যেসকল পড়ুয়া কেবল অর্থের জন্য তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না, তাদের জন্য এক দুর্দান্ত স্কলারশিপ স্কীম নিয়ে এলো K C Mahindra Education Trust। এটি হলো জনসাধারণের উদ্দেশ্যে একটি দানশীল সংস্থা। বিদ্যার্থী পড়ুয়ারা যদি পড়াশোনায় মোটামুটিও হন এবং পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ার কারণে তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে অপারগ হন তবে তাদের লেখাপড়ার সাহায্যার্থে ভালো পরিমাণ টাকা বৃত্তি দিচ্ছে উক্ত সংগঠন, যাতে দুঃস্থ পরিবার থেকে উঠে আসা ছাত্র-ছাত্রীরাও উচ্চ শিক্ষা লাভ করে সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়।
আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো কে সি মাহিন্দ্রা স্কলারশিপে আবেদনের জন্য কি কি আবশ্যিক যোগ্যতা থাকতে হবে? আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন? আবেদন পদ্ধতিই বা কি ইত্যাদি খুটিনাটি তথ্যের বিস্তারিত আপডেট নিয়ে আজকের প্রতিবেদনে এ টু যেট আলোচনা করা হলো।
K C Mahindra Scholarship এ আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা:-
১) কে সি মাহিন্দ্রা স্কলারশিপ এ আবেদনের জন্য আবেদনকারী কে সরকার স্বীকৃত কোনো পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ডিপ্লোমা কোর্সে 1st Year এ ভর্তি হতে হবে।
২) আবেদনকারী শিক্ষার্থী কে অবশ্যই 10th বা 10+2 স্তরে বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৩) আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় আড়াই লাখ টাকার কম হতে হবে।
উপরিউক্ত এই শর্তগুলো পূরণ করলে তবেই k c mahindra scholarship এ আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
বৃত্তির পরিমাণ:-
সিলেক্টেড ডিপ্লোমা কোর্সে পাঠরত পড়ুয়ারা তিন বছর মিলিয়ে মোট ত্রিশ হাজার টাকা অনুদান পাবে এই স্কলারশিপ এর অধীনে।
কিভাবে আবেদন করবেন?
K c Mahindra scholardhip এ আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা সবার আগে অনলাইনে https://www.kcmet.org/ এই সাইটে এসে একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে আবেদনকারীর নাম রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর রেজিষ্ট্রেশনের মাধ্যমে পাওয়া লগইন আইডি দিয়ে Login করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন। সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে অনলাইন দরখাস্ত সাবমিট করুন।
আরও পড়ুনঃ- ভারতীয় রেলে আড়াই লক্ষ শূন্যপদ পড়ে। নিয়োগ কবে? কি জানালেন রেলমন্ত্রী?
কি কি নথি প্রয়োজন?
এই স্কলারশিপ এ আবেদনের জন্য একজন পড়ুয়ার নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন হবে।
১) 10TH অথবা 12TH এর মার্কশীট।
২) স্ব-ঘোষণা পত্র, যে উল্লিখিত থাকবে পড়ুয়ার কোন বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, সে জীবনে কি হতে চায় ইত্যাদি।
৩) আবেদনকারী বর্তমানে যে কোর্সে পাঠরত সেই ক্লাসে ভর্তির রসিদ।
৪) আধার কার্ড।
৫) পরিবারের বাৎসরিক ইনকামের সার্টিফিকেট (উপযুক্ত আধিকারিক প্রদত্ত)।
৬) পাসপোর্ট মাপের রঙিন ছবি।
৭) যেকোনো দু’জন শিক্ষকের সুপারিশপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ:-
১০২৩-২৪ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য আবেসের শেষ তারিখ ছিল ২০শে আগস্ট, ২০২৩ অর্থাৎ এবছরে জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী বছর ফের আবেদন করতে পারবেন।
এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ অনুসরণ করুন।
Telegram Channel:- Link