পড়ুয়াদের ৯,০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার।

ভারতীয় নৃত্য, সঙ্গীত, কারুকার্য, শিল্পকলা ও সংস্কৃতি কে রক্ষার জন্য ৯,০০০ টাকা দিচ্ছে সরকার।

   

বর্তমান আধুনিকতার যুগে প্রাচীন ভারতীয় বিশুদ্ধ শাস্ত্রীয় সংগীত, নৃত্য, শিল্প-কলা ও সংস্কৃতি এখন লুপ্তপ্রায়। বর্তমান জেনারেশন ছেলে মেয়েরা বহু মাত্রায় পপ কালচার এবং বিশেষত বিদেশি সংস্কৃতির প্রতি বেশি মাত্রায় মোহিত হয়ে পড়ছে। ভারতীয় প্রদর্শিত শিল্পকলা ও সংস্কৃতি তে নবজাগরণ ঘটাতে, প্রাচীন ভারতীয় নৃত্য ও সঙ্গীত শাস্ত্র কে উজ্জীবিত করতে পড়ুয়াদের বিশেষ বৃত্তি দিচ্ছে কেন্দ্র সরকার। এই স্কলারশিপটি হলো কালচারাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ। এই বৃত্তির অধীনে যোগ্য প্রার্থীদের নয় হাহার টাকা পর্যন্ত দেওয়া হয়। বিদ্যার্থীদের মধ্যে ভারতীয় শিল্পকলা, ঐতিহ্য ও সংস্কৃতি সম্বন্ধে সচেতনতা ছড়ানোই এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার।

ভারতীয় শিল্পকলা ও সংস্কৃতি কে রক্ষা করতে শিক্ষার্থীদের প্রদত্ত CCRT স্কলারশিপের প্রচার অভিযান শুরু করেছে কেন্দ্র। ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এর পক্ষ থেকে এই Centre for Cultural Research & Training স্কলারশিপ টি ছাত্র ছাত্রীদের প্রদান করা হয় যাতে শিক্ষার্থীদের ভাবনায় দেশ সম্পর্কে মনে ও মননে ভারতীয় শিল্প (Arts) ও সংস্কৃতি (Culture) একটি জ্ঞানপূর্ণ বীজ বপন করা যায়। এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন? আবেদন প্রক্রিয়া, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

CCRT স্কলারশিপ এ আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত:-

১) আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) আবেদনকারী কে কোনো ভারতীয় স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
৩) আবেদনকারী শিক্ষার্থীর বয়স ১০ বছর হতে ১৪ বছরের মধ্যে হতে হবে।
৪) আবেদনকারী পড়ুয়ার পরিবারের বাৎসরিক আয় ৯৬,০০০ টাকার মধ্যে হতে।
৫) প্রার্থী কে কোনো শিল্পকলা একাডেমি বা সংস্থান বা গুরুর কাছ থেকে সঙ্গীত/নৃত্য/শিল্পকলা শেখার মোটামুটি ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৬) আবেদনকারীর শিল্পকলা বিষয়ে আগ্রহ থাকতে হবে এবং এই স্কলারশিপে আবেদনের সময় পারফর্মিং আর্ট শেখার প্রমাণ দাখিল করতে হবে।
৭) আবেদনের সময় আবেদনকারী ছাত্র-ছাত্রী কে শিল্পকলার ক্ষেত্রে যেকোনো ডিগ্রি অর্জন করতে হবে।

আরও পড়ুনঃ- বাংলার যুবক-যুবতীদের গাড়ি কেনার জন্য ১.৫ লক্ষ টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার।শীঘ্রই আবেদন করুন।

স্কলারশিপের পরিমাণ:-

ফি বছর মোট ছয়শত পঞ্চাশ জন স্টুডেন্ট কে এই বৃত্তি প্রদান করা হয় কেন্দ্র সরকারের তরফে। শিল্পকলায় আগ্রহী তরুণ-তরুণীদের কোর্স অনুযায়ী ন্যূনতম ৩,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৯,০০০ টাকা টিউশন ফি দেওয়া হয় গুরু বা শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সঙ্গীত, নৃত্য বা শিল্পকলা শেখার জন্য।

কিভাবে আবেদন করবেন ?

CCRT স্কলারশিপে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা https://ccrtindia.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র প্রয়োজনীয় তথ্য সহযোগে ভালোভাবে পূরণ করবেন এবং যেসকল ডকুমেন্টস বা নথি দরকার সেগুলো নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করবেন এবং দরখাস্ত সাবমিট করবেন।

এমন আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ সব রকমের কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক ছাত্র-ছাত্রীদের প্রদত্ত স্কলারশিপ সম্বন্ধে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক এ ফলো করুন।

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page