কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত নতুন আপডেট। বিস্তারিত জানতে প্রতিবেদন পড়ুন।

পুরোনো কৃষক বন্ধু প্রকল্প এর পরিবর্তে কৃষক বন্ধু প্রকল্প (নতুন) চালু করেছে রাজ্য সরকার। ১৭ জুন, ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শুভসূচনা করেন। পুরোনো প্রকল্পের তুলনায় এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া ও সুবিধায় কিছু পরিবর্তনও করা হয়েছে।

   

২০২৪ সালে কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে নাম রেজিষ্ট্রেশন করাবেন, প্রকল্পের উদ্দেশ্য, আবেদনের শর্ত এবং আবেদন পত্র কোথা থেকে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে অনুরোধ করা হচ্ছে।

কৃষক বন্ধু প্রকল্পের (নতুন) উদ্দেশ্য:-

রাজ্য সরকারের একাধিক জনদরদি প্রকল্প গুলির একটি হলো কৃষক বন্ধু প্রকল্প। এক একর বা তার উর্ধ্বে জমি রয়েছে এমন চাষিদের ফলানোর জন্য সার, কীটনাশক ও বীজ কেনা, বীজ বপন, গাছ রোপণ এবং চাষের জমিতে জল দেওয়ার জন্য বার্ষিক ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকা অবস্থায় কারো মৃত্যু হলে দুই লাখ টাকা পর্যন্ত জীবনবীমা দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন: মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ। আবেদন পদ্ধতি জানুন।

আবেদনের শর্ত:-

কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলো মানতে হবে।
• আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
• কেবল পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এই প্রকল্পে আবেদনের যোগ্য।
• এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর নামে জমির পাট্টা/পর্চা অবশ্যই থাকতে হবে।
• আবেদনকারীর নামে জমি না থাকলে স্ব-ঘোষণা পত্র ও পঞ্চায়েত প্রধানের সুপারিশ করা শংসাপত্র জমা দিতে পারলে তবেই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা যাবে।

কি কি নথি প্রয়োজন?

• আধার কার্ডের জেরক্স কপি।
• ভোটার কর্ডের নকল।
• ব্যাঙ্কের প্রথম পাতার জেরক্স।
• পাসপোর্ট মাপের রঙিন ফটো।
• জমির পর্চা/পাট্টার কপি।
• ফোন নম্বর যেটির ব্যাঙ্কের সাথে সংযুক্তি রয়েছে।
• স্ব-ঘোষণা পত্র এবং প্রধানের সুপারিশকৃত শংসাপত্র (প্রযোজ্য হলে)।

জীবন বীমা করার জন্য অতিরিক্ত কি কি ডকুমেন্টস দিতে হবে?


• মৃত চাষির পরিচয় পত্র।
• সংশ্লিষ্ট ব্যক্তির নামে পাট্টা/পর্চার নকল।
• মৃত চাষির Death Certificate।
• মহকুমা এলকার বাসিন্দাদের ক্ষেত্রে মহকুমা কৃষি অধিকর্তা/মহকুমা শাসক প্রদত্ত নমিনি শংসাপত্র।
• পঞ্চায়েত এরিয়ার বাসিন্দাদের জন্য পঞ্চায়েত প্রধানের দেওয়া নমিনি শংসাপত্র।

ফর্ম কোথা থেকে সংগ্রহ করবেন?

আপনার কাছাকাছি কৃষি অধিকর্তার করণ কিম্বা ব্লক ডেভেলপমেন্ট অফিস ও পঞ্চায়েত অফিস কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পাওয়া যায়। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প গুলিতেও এই আবেদন পত্র পেয়ে যাবেন আপনি।

আবেদন প্রক্রিয়া:-

কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে আবেদনের জন্য আগ্রহী ব্যক্তিদের উপরে উল্লিখিত যেকোনো অফিস থেকে ফর্ম সংগ্রহ করে ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহযোগে উক্ত অফিসেই ফর্ম জমা করতে হবে

Like Facebook Page