LPG সিলিন্ডার এর কালোবাজারি রুখতে নয়া পদক্ষেপ সরকারের। না জানলে গ্যাসের ভর্তুকি বন্ধ হবে।

এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে নতুন পদক্ষেপ গ্রহণ করলো সরকার। অনেকদিন আগে থেকেই এই নিয়ম চালু হলেও এর প্রভাব পড়বে আগামী পয়লা জুন থেকে। সরকারের এই নতুন নিয়ম গ্রাহ্য না করলে গ্যাস সিলিন্ডার সিলিন্ডার তো পাবেনই না। পাশাপাশি বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকি ঢোকার মতো সুবিধা প্রদানও। কি কি নিয়ম মানতে হবে?

   

উল্লেখ্য, বর্তমানে উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডার প্রতি ৩৮০ টাকা সাবসিডি দিয়ে থাকে কেন্দ্র সরকার। এবং সাধারণ গ্যাস সিলিন্ডারে ৭৯ টাকা ভর্তুকি পেয়ে থাকেন সাধারণ মানুষ। বছরে ১২ টি সিলিন্ডার পর্যন্ত উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকি প্রদান করা হয়ে থাকে। নির্বাচনের পূর্বে গ্যাসের বর্ধিত ভর্তুকি আগামী ১ বছর পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপি সরকার।

তবে গ্যাস সিলিন্ডার কানেকশনের সাথে ভর্তুকি যুক্ত LPG Cylinder এর সুবিধা ভোগ করতে দেশজুড়ে গ্যাস সিলিন্ডার গ্রাহকদের e-KYC করার আহ্বান জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। চোখেে মনি স্ক্যান এবং আঙুলের ছাপ এর মতো বায়োমেট্রিক তথ্য জমা নিতে গ্যাস কোম্পানিগুলো কে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কাস্টমারদের কাছ থেকে কেওয়াইসি গ্রহণের এই কাজ গত বছর শুরু হলেও অনেকেই এখনো KYC ডিস্ট্রিবিউটর অফিসে জমা করেননি।

সরকারের তরফে তেল কোম্পানিগুলোকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটর ডিলাররা যেন তাদের কাস্টমারদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেয় যে, ৩১শে মে এর মধ্যে গ্যাসের বায়োমেট্রিক আপডেট ও ইকেওয়াসি না করালে গ্যাসের ভর্তুকি প্রদান বন্ধ করবে সরকার। তাই গ্যাস অফিসে গিয়ে গ্রাহকদের ফর্ম পূরণ করে ই কেওয়াইসি জমা ও বায়োমেট্রিক আপডেট করানোর জন্য বারংবার সতর্ক করেছে সরকার।

আরও পড়ুনঃ- OBC সার্টিফিকেটের পরে বাতিল হবে আধার কার্ড। ডেমোগ্রাফিক আপডেট আর করাতে পারবেন না।

govt applied new rule about lpg cylinder to close corruption

যদিও আপনার e-KYC বা Biometric Update হয়েছে কিনা তা গ্যাস সিলিন্ডার ডেলিভারি ম্যানদের কাছ থেকেই যাচাই করে নিতে পারবেন গ্যাস সিলিন্ডার গ্রাহকেরা। বাড়িতে ডেলিভারি বয় দ্বারা বায়োমেট্রিক যাচাইকরণের কাজ ইতিমধ্যেই শুরু করতে চলেছে কেন্দ্র সরকার। পাশাপাশি এই প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসের কালোবাজারি বন্ধ হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।

যেসকল অযোগ্য গ্রাহক উজ্জ্বলা যোজনার অধীনে ভর্তুকির সুবিধা নিচ্ছেন কিম্বা ডিস্ট্রিবিউটররা যাতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার ব্ল্যাকে বিক্রি করতে না পারে তার জন্য গ্যাস গ্রাহকদের ক্ষেত্রে এই আধার ও ই কেওয়াইসি যাচাইকরণের কাজ বাধ্যতামূলক করেছে সরকার। e-KYC ও বায়োমেট্রিক আপডেট না করালে গ্যাসের ভর্তুকি ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। পাবেন না গ্যাস সিলিন্ডারও।

এলপিজি সিলিন্ডার এর মূল্য হ্রাস বৃদ্ধি, গ্যাসের বায়োমেট্রিক আপডেট, ভর্তুকি, গ্যাসের ইনস্যুরেন্স সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট সবার আগে পেতে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হোন। এরকম আরও খবরের লেটেস্ট বিষয়ে জানতে আমাদের সাথে জুড়ে থাকুন।

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page