রাজ্যজুড়ে বাতিল হয়েছে লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট। এবার আধার কার্ড বাতিল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো আধার দপ্তরের তরফে। ১৪ই জুন তারিখের আগেই এই কাজ সেরে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। নাহলে বাতিল হয়ে যাবে সমস্ত আধার কার্ড? ডেমোগ্রাফিক আপডেট তাহলে আর করাতে পারবেন না? কি জানালো আধার মন্ত্রণালয় বিস্তারিত পড়ুন এই আর্টিকেল এ।
সম্প্রতি হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের ২০১০ সালের পরে দেওয়া সমস্ত OBC শংসাপত্র অবৈধ বলা হয়েছে। এইবার আধার তথ্য সংক্রান্ত বড়ো তথ্য সামনে এলো। কেন্দ্র সরকারের তরফে সাফ জানানো হয়েছে, কেউ যদি আধার কার্ড ফ্রিতে আপডেট করতে চাইছেন, তবে অতি অবশ্যই তাদের ১৪ই জুন এর আগেই তা করতে হবে। নচেৎ পরবর্তীতে সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে।
উল্লেখ্য, আধারের ডেমোগ্রাফিক আপডেট এর অধীনে ব্যক্তির নাম, ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি তথ্য আধার সার্ভিস সেন্টার বা তথ্যমিত্র কেন্দ্র থেকে একেবারে বিনামূল্যে করতে পারেন আমজনতা। তবে এর আগেও বহুবার ফ্রী তে আধারের ডেমোগ্রাফিক আপডেট করার সময়সীমা বাড়িয়েছিল কেন্দ্র সরকার।
এবারও বিনামূল্যে আধার আপডেট এর মেয়াদ চলতি বছর ১৪ই জুন পর্যন্ত বর্ধিত করেছে কেন্দ্র সরকার। এই তারিখের পর আধার কার্ড বাতিল না হলেও ডেমোগ্রাফিক আপডেট এর জন্য দোকানীর চার্জ ছাড়াও সরকার কে অতিরিক্ত টাকা চার্জ দিতে হবে কার্ডের ভুল সংশোধন করার জন্য।
আরও পড়ুনঃ- চাকরি বাতিলের রেশ শেষই হচ্ছেনা। ফের অবৈধ নিয়োগের জন্য হাইকোর্টের চাকরি বাতিলের রায়!
সরকারের আধার মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, যেসকল আধার কার্ড ১০ বছর বা তারও অধিক সময় ধরে আপডেট করা হয়নি, সেগুলি অবশ্যই আপডেট করিয়ে নিতে হবে। নচেৎ কার্ডগুলো নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উক্ত সময়ের পরে আধারের ডেমোগ্রাফিক আপডেট এর জন্য অতিরিক্ত টাকা চার্জ দিতে হবে। তাই সময় থাকতেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে বলা হচ্ছে।
আধার কার্ড আপডেট, ভুল সংশোধন, নীল আধার কার্ড, ফ্রি ডেমোগ্রাফিক আপডেট সহ যেকোনো গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত বিবরণ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন নোটিফিকেশন পেতে আমাদের সামাজিক মাধ্যমে ফলো করুন।
গুগল নিউজ:- Link
হোয়াটসঅ্যাপ:- Link
টেলিগ্রাম:- Link