গরমে লম্বা ছুটি! দুর্গাপূজার একটানা ছুটিতে কাটছাঁট রাজ্য শিক্ষা পর্ষদের।

গ্রীষ্মে একটানা দীর্ঘ ছুটি। এবার পুজোর ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই মর্মে একটি নির্দেশিকা জারি করতে পারে রাজ্য শিক্ষা দপ্তর। গরমে একনাগাড়ে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি অনেকদিন বন্ধ থাকলেও দুর্গাপূজার সময়টায় কিন্তু তা হচ্ছে না। কিন্তু কেন কমিয়ে আনা হবে পুজোর ছুটি? এবার পুজোতে কতদিনই বা বন্ধ থাকছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি?

   

এবছর এল নিনোর প্রভাবে প্রচন্ড দাবদাহের কারণে নির্ধারিত সময়ের আগেই ছুটি পড়ে যায় রাজ্যের স্কুলগুলি। পাশাপাশি লোকসভা নির্বাচন থাকায় আরও দীর্ঘায়িত হয়েছে গরমের ছুটি। তবে বিশাল ছুটির কারণে ছাত্র ছাত্রীদের শিক্ষাঙ্গনে সিলেবাস পূরণের যেমন চাপ রয়েছে, তেমনি পড়াশোনার সময়ের ক্ষতিপূরণ করতে পুজোর ছুটিতে কাটছাঁট করতে চাইছে রাজ্য শিক্ষা পর্ষদ।

চলতি বছর ৬ মে থেকে গরমের ছুটি পড়ার কথা থাকলেও তীব্র গরমের কারণে ২২শে এপ্রিল থেকেই অগ্রিম ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। আবার ৩রা জুন স্কুল খোলার কথা থাকলেও নির্বাচনের প্রস্তুতি ও ভোটগণনার জন্য একসপ্তাহ অতিরিক্ত ছুটি বাড়িয়ে ১০ই জুন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলি খুলেছে। এমতবস্থায় দীর্ঘকালীন ছুটি পাওয়ার পাশাপাশি লেখাপড়ার ক্ষেত্রেও অনেকটাই ক্ষতি হলো শিক্ষার্থী পড়ুয়াদের।

এক সংবাদমাধ্যম সূত্রে আপডেট, রাজ্যের পঞ্চাশ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পুজোর ছুটি কমিয়ে আনা হয়েছে। প্রাথমিক স্কুলগুলিতে দুর্গাপূজার কারণে আগামী ৭ই অক্টোবর থেকে ছুটি পড়তে চলেছে। স্কুল খুলবে লক্ষ্মীপূজার পরে ১৮ই অক্টোবর। অর্থাৎ এবার পুজোতে একটানা ছুটি পাওয়া যাচ্ছে এগারো দিন। আবার শ্যামা পূজা ও ভাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে ৩১শে অক্টোবর থেকে ৪ই নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ থাকবে।

তবে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ক্ষেত্রে তেমনটা হচ্ছো। রাজ্যের প্রায় ছয় হাজার সাতশো একাত্তর টি হাইস্কুল এবং নয় হাজার নয়শো একানব্বই টি মাধ্যমিক স্কুলে শারদীয়ার ছুটি শুরু হচ্ছে চলতি বছর ৭ই অক্টোবর থেকে। এবং রাজ্যজুড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খুলবে ৫ই নভেম্বর।

durga-puja-holiday-is-redced-in-west-bengal-schools

আরও পড়ুনঃ- সরকারের যাখুশি নিয়ম চলবে না জানিয়ে দিল হাইকোর্ট। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে সাফাই হাইকোর্টের।

তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল গুলিতে ছুটি কাটছাঁটের প্রভাব না পড়লেও একাদশ ও দ্বাদশ স্তরে যে সিলেবাস পরিবর্তন হয়েছে, সেই নতুন পাঠক্রমের বই এখনো বাজারে না আসায় অল্প সময়ের মধ্যে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষার সিলেবাসই বা কিভাবে সম্পন্ন হবে, তার জন্য চিন্তায় রয়েছে বিদ্যার্থী থেকে অভিভাবকেরা। এই প্রসঙ্গে নতুন সিলেবাসের রূপরেখা চর্চার জন্য পুজোর ছুটি কমিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলিও পড়ুয়াদের জন্য উন্মুক্ত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের একাংশের।

গ্রীষ্মের ছুটি, দুর্গাপূজার ছুটি, শীতকালীন ছুটি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত অন্যান্য ক্লাসের, কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ছুটি নিয়ে সর্বক্ষণ বিস্তারিত লেটেস্ট আপডেট পেতে আমাদের সামাজিক মিডিয়া গ্রুপে জুড়ে থাকুন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page