এই ডকুমেন্টস জমা না করলে বর্ধিত ডিএ পাবেন না সরকারি কর্মীরা।

১৫ জুনের আগে জমা করুন এই নথি। নইলে বর্ধিত ডিএ পাবেন না সরকারি কর্মীরা। মহার্ঘ্য ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো। এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সময়মতো জমা না করলে আটকে যেতে পারে ডিয়ারনেস অ্যালাওয়েন্স। কি সেই গুরুত্বপূর্ণ নথি? কি জানানো হলো সরকারি নির্দেশিকায় সবটা পড়ুন নিচের প্রবন্ধে।

   

চব্বিশে নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চাকুরিজীবীদের মহার্ঘ্য ভাতা ৪৬ শতাংশ থেকে চার শতাংশ বৃদ্ধি করে ৫০ শতাংশ করে দিয়েছে। অন্যান্য রাজ্য গুলিও পাল্লা দিয়ে বাড়িয়েছে Dearness Allowance। পশ্চিমবঙ্গ সরকারও কিছুটা হলে বৃদ্ধি করেছে রাজ্য সরকারি কর্মচারীদের DA। বর্তমানে মে মাস থেকে মূল বেতনের ১৪ শতাংশ হারে ডিএ পাবেন তারা।

কেন্দ্রশাসিত অঞ্চল ও বেশিরভাগ রাজ্যেই কেন্দ্রের সমান হারে ডিএ দেওয়া হলেও বাংলার মতো রাজ্য তার ব্যতিক্রম। তবে নির্বাচনের প্রাক্কালে এই সরকারি কর্মীদেরও পঞ্চাশ শতাংশ ডিএ ঘোষণা করলো সরকার। আদর্শ নির্বাচনী বিধির মধ্যেই জম্মু ও কাশ্মীরে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যতিও ২০১৯ থেকে এটি আর স্বাধীন রাজ্যের পরিচিতি বদলে এখন বরং সেন্ট্রাল টেরিটোরির মর্যাদা পাচ্ছে।

তবে বাড়তি মহার্ঘ্য ভাতা পাওয়ার জন্য কিছু শর্তাবলি আরোপ করা হয়েছে সরকারি কর্মীদের ওপর। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাদের বকেয়া বাড়তি ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তবে বর্ধিত ডিএ পেতে হলে সকল সরকারি কর্মীদের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সংশ্লিষ্ট দপ্তরে জমা করতে হবে। উক্ত টেরিটোরির সকল কর্মী কে জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত তাদের কাজের খতিয়ান বা Self Assessment Report বাধ্যতামূলকভাবে জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

dont get da if this document isnt submitted

আরও পড়ুনঃ- গরমে লম্বা ছুটি! দুর্গাপূজার একটানা ছুটিতে কাটছাঁট রাজ্য শিক্ষা পর্ষদের।

যারা এই পূর্ব কাজের খতিয়ান বা সেল্ফ অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা করবেন না তাদের ডিএ ইনক্রিমেন্ট স্থগিত হয়ে যেতে পারে। যদিও নির্বাচনের কারণে এই রিপোর্ট জমা করার শেষ তারিখ ১৫ই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই যদি চান ডিএ বৃদ্ধি আটকে না যাক, তবে যত তাড়াতাড়ি সম্ভব SAR নির্দিষ্ট ডিপার্টমেন্ট এ জমা করুন।

রাজ্য ও কেন্দ্র সরকারের ডিএ নিয়ে যেকোনো গুরুত্বপূর্ণ ও খুটিনাটি সর্বশেষ আপডেট সবার আগে আপনি পেতে চান? আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page