২০১৪ এর পর এবার ২০১৬ -র প্যানেল থেকে ২৫,০০০ এর বেশি চাকরি বাতিল! কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের।

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ। আজকের সবচেয়ে বড়ো আপডেট। ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করলো কলকাতা উচ্চ আদালত। পঁচিশ হাজারের বেশি চাকরি বাতিল। ভোটের আবহে বড় ধাক্কা রাজ্যের। চাকরি বাতিলের নির্দেশে উজ্জীবিত আন্দোলনকারীরা। হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশ কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য স্কুল সার্ভিস কমিশন।

   

রাজ্যে SSC নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে মামলা ও টানাপোড়েন চলছিলই। এদিন সোমবার বিচারপতি বসাক এর এজলাসে ২০১৬ এর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া ক্যানসেল এর রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ষোলো সালের মোট চারটি নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত জানায় আদালত। নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে মোট ২৫,৭৫৩ জনের চাকরি খারিজের নির্দেশ দেয় রাজ্যের হাইকোর্ট।

কিছুদিন আগেই ২০১৪ এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এই নিয়োগ তালিকা থেকে প্রায় ষাট হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি মান্থা। এবার ২০১৬ এসএসসি প্যানেল থেকে প্রায় ছাব্বিশ হাজার নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি বাতিলের নির্দেশ দেন জাস্টিস বসাক। অতিরিক্ত শূন্যপদ নিয়েও সিবিআই কে তদন্তের নির্দেশ ডিভিশন বেঞ্চের।

এদিন রায়দানের সময় মহামান্য আদালত জানিয়েছে, যারা ওএমআর দুর্নীতির সাথে জড়িত তাদের রেয়াত করা হবে না। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে পাওয়া কোনো চাকরি বৈধ বলে গণ্য হবে না। প্যানেল এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদের পুরো বেতন ফেরত দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সাদা খাতা জমা দিয়ে কিম্বা কম নম্বর পেয়ে Rank Jump করে যারা মেয়াদের পরে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি নিয়েছেন তাদের সকলকে আগামী একমাসের মধ্যে ১২ শতাংশ সুদসমেত বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ বিচারপতির। আগামী দেড় মাসের মধ্যে জেলাশাসকদের অর্থ সংগ্রহের নির্দেশ বিচারপতির।

কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছে, ২০১৬ এর তেইশ লক্ষ চাকরি প্রার্থীর OMR Sheet কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাতে তা সকলে দেখতে পায়। স্বচ্ছতার সাথে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কমিশনকে নির্দেশ বিচারপতির। সংশ্লিষ্ট শূন্যপদে ওএমআর এর নম্বর অনুযায়ী মেধাতালিকায় যারা স্থান পাবেন তাদের ইন্টারভিউ নিয়ে সর্ট লিস্টেড প্রার্থীদের এজেন্সি মারফত টেন্ডার দিয়ে প্রার্থী নিয়োগ করতে পারবে এসএসসি। জুন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে স্কুল সার্ভিস কমিশন কে। ততদিন এসএসসির ২০১৬ এর নিয়োগের সাথে জড়িত আধিকারিকদের প্রয়োজনমতো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।

আরও পড়ুনঃ- গরমের ছুটি বাতিল? ক্লাস হবে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। ছাত্র-শিক্ষককে স্কুলে আসতে হবে।

big update on 2016 ssc panel cancelled by calcutta highcourt

হাইকোর্টের এই রায় দানে খুশি দীর্ঘদিন ধরে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। যদিও সোমা দাস নামে এক ক্যান্সার আক্রান্ত চাকরিজীবীর চাকরি মানবিকতার খাতিরে তার চাকরি বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। চাকরি বাতিল প্রসঙ্গে এক চাকরি হারা অনামিকা রায় জানিয়েছেন, দুর্নীতিগ্রস্তভাবে চাকরি যারা পেয়েছেন তকদের চাকরি চলে যাওয়া কে সমর্থন করছি। কিন্তু কেবল তাদের কথা ভেবে স্বচ্ছতার সাথে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি হারানোটা মানতে পারছি না।

উল্লেখ্য, রাজ্য তথা দেশজুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। এরইমাঝে ২০১৬ -র এসএসসির পুরো প্যানেল বাতিল রাজ্য সরকারের সামনে বিরাট ধাক্কা। যদিও হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে স্কুল সার্ভিস কমিশন। তবে দেশের সর্বোচ্চ আদালত কি রায় দেয় সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

রাজ্য ও কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ চাকরি, বৃত্তি লাইফ স্টাইল, টেক নিউজ, নিত্যনতুন বিজনেস আইডিয়া, ভ্রমণ, বিনোদন ও বিভিন্ন যোজনা সম্বন্ধে সবধরনের নিত্যনতুন ও বিস্তারিত লেটেস্ট আপডেট সর্বাগ্রে পেতে আমাদের সঙ্গে জুড়ুন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page