ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের পড়াশোনার সাহায্যার্থে ভালো পরিমাণ টাকা বৃত্তি দিয়ে থাকে Digjyoti Charitable Educational Trust। উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে শিক্ষার্থীদের Nemi Chand Jain Scholarship এর অধীনে ভালো পরিমাণ টাকা বৃত্তি দিয়ে থাকে উক্ত সংগঠন।
Nemi Chand Jain Scholarship 2023 এ বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। এই স্কলারশিপ এ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা শেষ তারিখের আগে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
এই স্কলারশিপ এ আবেদনের জন্য কিরকম যোগ্যতার প্রয়োজন? ছাত্র ছাত্রীদের কত টাকা বৃত্তি দেওয়া হয়? কিভাবে আবেদন করবেন? আবেদনের সময় কি কি ডকুমেন্টস প্রয়োজন? আবেদনের ডেডলাইন কবে বিস্তারিত জানতে এবং এই স্কলারশিপ এ আবেদন করতে আগ্রহী পড়ুয়াদের সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
নেমি চাঁদ স্কলারশিপ এ আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত:-
এই বৃত্তি পেতে হলে আবেদনকারী কে নিম্নলিখিত শর্তগুলো মানতে হবে।
১) Nemi Chand Scholarship এ আবেদনের প্রথম ও প্রধান শর্ত হলো আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) আবেদনকারী কে গ্র্যাজুয়েশন এর ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে।
৩) আবেদনকারী কে এই স্কলারশিপ এ আবেদন জানাতে হলে 10+2 স্তরে নব্বই শতাংশ বা তারও উর্ধ্বে নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বৃত্তির পরিমাণ:-
নেমি চাঁদ জৈন স্কলারশিপ যোগ্য পড়ুয়াদের বার্ষিক ১৫,০০০ টাকা তিন বছরের জন্য দেওয়া হয়।
আবেদন পদ্ধতি:-
এই স্কলারশিপ এ আবেদনের জন্য
https://www.buddy4study.com/scholarship/nemi-chand-jain-scholarship
উক্ত সাইটে গিয়ে মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে লগইন করুন। এরপর অনলাইন আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে ভালো করে পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করুন। সবশেষে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে আবেদন সাবমিট করুন।
স্কলারশিপ এর জন্য নির্বাচিত প্রার্থীদের ইমেইল এর মাধ্যমে নিশ্চিতকরণ মেসেজ পাঠানো হবে।
আরও পড়ুনঃ- আবেদন করুন এই নতুন স্কলারশিপ এ এবং পেয়ে যান বার্ষিক ৭৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তি।
প্রয়োজনীয় কাগজপত্র:-
Nemi Chand Jain Scholarship 2023 এ আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন।
১) সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড)।
২) ১০+২ এর মার্কশীট।
৩) সম্প্রতি তোলা আবেদনকারীর পাসপোর্ট মাপের কালার ফটোগ্রাফ।
৪) বর্তমানে পাঠরত কোর্সের ভর্তির রিসিভ কপি।
৫) ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম পাতার জেরক্স।
ডেডলাইন:-
এই স্কলারশিপ এ বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন প্রক্রিয়া চলবে ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
এমন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে প্রতিনিয়ত বিস্তারিত আপডেট নোটিফিকেশন পেতে আমাদের টেলিগ্রাম ও গুগল নিউজ এ ফলো করুন।
টেলিগ্রাম এ জয়েন করুন:- Link
Google News:- Link