সম্পূর্ণ নতুন এই স্কলারশিপে আবেদন করে পেয়ে যান পড়াশোনার যাবতীয় খরচ ও ভালো পরিমাণ টাকা বৃত্তি।

পরিবারের অর্থনৈতিক অবস্থা সচ্ছল নয় এমন পরিবারের মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষা লাভে আর্থিক সহায়তা করার জন্য এবং পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কলারশিপ স্কলারশিপ কার্যকর করেছে বিভিন্ন সংগঠন। তেমনই পশ্চিমবঙ্গের দু:স্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববীণা সংগঠনের (Biswabina Foundation) তরফে ভালো পরিমাণ টাকা বৃত্তি হিসেবে দেওয়া হচ্ছে।

   

এই স্কলারশিপে ছাত্র-ছাত্রীরা কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস প্রয়োজন? আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত, এই বৃত্তির আওতায় কি কি সুবিধা পাবেন শিক্ষার্থীরা? কিভাবে স্কলারশিপ প্রাপকদের নির্বাচন করা হবে এবং আবেদনের শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

বিশ্ববীণা স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-

১) এই স্কলারশিপে আবেদনের প্রথম ও প্রধান শর্ত হলো আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী পড়ুয়াকে 10+2 পাসের পরে গ্র্যাজুয়েশন কোর্সে পাঠরত হতে হবে।
৩) আবেদনকারী শিক্ষার্থী কে উচ্চ-মাধ্যমিকে ন্যূনতম আশি শতাংশ বা তারও উর্ধ্বে নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

কিভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা প্রথমে https://biswabinafoundation.in/ এই সাইটে গিয়ে হোমপেইজ এ থাকা Application Form for 2023-24 Fresh Applicant of Scholarships এর অধীনে ডাউনলোড এ গিয়ে আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে নিন। এরপর দরকারি নথির সাহায্যে আবেদন ফর্মে সমস্ত তথ্য ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স আবেদন পত্রের সাথে যুক্ত করে নিচের ঠিকানায় পাঠাতে হবে শেষ তারিখের আগে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-

এম/৯, বিধান নগর, মেদিনীপুর, পিন- ৭২১১০১

স্কলারশিপের সুবিধা:-

বিশ্ববীণা স্কলারশিপের অধীনে বিভিন্ন কোর্সে পাঠরত শিক্ষার্থীদের ভালো পরিমাণ টাকা বৃত্তি দেওয়া হয়। এই বৃত্তির মধ্যে পড়ুয়ার হোস্টেল ফি, টিউশন খরচ সবটাই অন্তর্ভুক্ত থাকে।

আরও পড়ুনঃ- পুজোর আগে অগাস্টে ফের একগুচ্ছ ছুটির তালিকা প্রকাশ মধ্য শিক্ষা পর্ষদের।

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

১) আবেদনকারীর পরিচয়পত্র (আধার কার্ড)।
২) খাদ্যসাথী কার্ড।
৩) মাধ্যমিক পাসের মার্কশীট।
৪) 10+2 পাসের মার্কশীট।
৫) জন্মের প্রমাণপত্র।
৬) নতুন কোর্সে ভর্তির স্লিপ।
৭) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৮) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
৯) ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার কপি, যেখানে অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড ইত্যাদি রয়েছে।

কিভাবে স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে?

বিশ্ববীণা স্কলারশিপে আবেদনকারীদের আবেদনপত্রের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করে প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। তার ভিত্তিতে স্কলারশিপ প্রাপকদের নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ:-

এই বছর বিশ্ববীণা স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ৩০ শে আগস্ট, ২০২৩

এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক এ ফলো করুন।

টেলিগ্রাম:- Link

Facebook:- Link

Like Facebook Page