বিদ্যার্থীরা আব্দুল কালাম স্কলারশিপে আবেদন করে পেয়ে যান ২০ হাজার টাকার আর্থিক সুবিধা। আবেদন প্রক্রিয়া জানুন।

ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের বরাবরই বিভিন্ন স্কলারশিপ দিয়ে আসছে বিভিন্ন সংগঠন। পরিবারের অর্থনৈতিক অবস্থা উন্নত নয়, তবে লেখাপড়ায় ভালো এমন ছাত্র-ছাত্রীকে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং উচ্চ শিক্ষা লাভে এগিয়ে যাওয়ার জন্য ভালো পরিমাণ বৃত্তি আর্থিক সাহায্য স্বরুপ দেওয়া হয় সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে। আজ আলোচনা করবো তেমনই একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে।

   

আব্দুল কালাম স্কলারশিপে আবেদন করলে যোগ্য প্রার্থীরা পড়াশোনার জন্য বার্ষিক কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যাবেন। এই স্কলারশিপে আবেদনর জন্য কি শর্ত রয়েছে, কি কি ডকুমেন্টস জমা করতে হবে এবং এই বৃত্তি পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন তা জানতে নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি আরম্ভ থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Abdul Kalam Scholarship এ আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত:-

১) আব্দুল কালাম স্কলারশিপে আবেদনের প্রথম ও প্রধান শর্ত হলো আবেদনকারী শিক্ষার্থীকে ভারতীয় হতে হবে।
২) যেসকল বিদ্যার্থী 10+2 স্তরে পঞ্চান্ন শতাংশ তা তার উর্ধ্বে নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা এই স্কলারশিপে আবেদনের যোগ্য।
৩) Abdul Kalam Scholarship এ ছাত্র ও ছাত্রী উভয়ই আবেদন করতে পারবেন।
৪) যে সমস্ত শিক্ষার্থী রাজ্য অথবা জাতীয় স্তরে ডাক্তারী এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন।
৫) এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় তিন লাখ টাকার মধ্যে হতে হবে।

কিভাবে আবেদন করবেন?

আব্দুল কালাম স্কলারশিপে আবেদন করতে আগ্রহী প্রার্থীরা শুরুতেই https://www.buddy4study.com/article/abdul-kalam-scholarship সাইটের Home Page এ গিয়ে নিচের দিকে স্ক্রল করে Apply Now এ যান। এরপর আবেদনকারী একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করে লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিন। এখন রেজিষ্ট্রেশনের মাধ্যমে পাওয়া লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login করে Start Application অপশনে ক্লিক করলে এই স্কলারশিপে আবেদনের অনলাইন ফর্মটি ওপেন হবে। এরপর প্রয়োজনীয় নথি সহযোগে উক্ত আবেদন পত্রের বিভিন্ন শূন্যস্থান ভালোভাবে পূরণ করুন। আবেদনপত্র জমা করার আগে সমস্ত তথ্য পুনরায় যাচাই করে দরখাস্ত সাবমিট করবেন। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাট এ স্ক্যান করে আপলোড করবেন।

আরও পড়ুনঃ- বাংলার মুকেশ আম্বানি কে চেনেন? তার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে!

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আব্দুল কালাম স্কলারশিপের দরখাস্ত জমার সময়ে আবেদনকারী কে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে।

  • আবেদনকারীর সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড/ স্কুল আইডেন্টিটি কার্ড)।
  • উপযুক্ত আধিকারিক প্রদত্ত স্থায়ী বাসিন্দা হওয়ার সার্টিফিকেট।
  • সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট মাপের কালার ফটোগ্রাফ।
  • শিক্ষার্থীর 10+2 এর সার্টিফিকেট।
  • বর্তমানে যে কোর্সে পাঠরত সেই ক্লাসে ভর্তির রিসিভ কপি।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
  • আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয়ের শংসাপত্র (উপযুক্ত সরকারি আধিকারিক প্রদত্ত)।

বিভিন্ন স্কলারশিপ সম্বন্ধে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সব ধরনের খবরের আপডেট নোটিফিকেশন পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক এ অনুসরণ করুন।

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page