ভোটে জিতেই বিনামূল্যে রেশন নিয়ে কড়া নির্দেশ মোদির। জানুন কেন্দ্রের নোটিশ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই রেশন দুর্নীতি নিয়ে বড়ো পদক্ষেপ গ্রহণ করলেন NDA সরকারের প্রধান নেতা নরেন্দ্র মোদি। দেশের রেশন ব্যবস্থা নিয়ে কড়া নির্দেশ জারি কেন্দ্র সরকারের। আগামী ১লা জুলাই থেকেই বন্ধ করে দেওয়া হবে বিনামূল্যে রেশন। তবে কি হবে রেশন উপভোক্তাদের? কারা কারা ফ্রি রেশন পাবেন না নোটিশ জারি করে সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় খাদ্য দফতর। কি নির্দেশিকা প্রকাশ পেয়েছে জানুন।

   

এবার এককভাবে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় না এলেও সম্মিলিতভাবে জোটবদ্ধ সরকার গড়েছে এনডিএ অ্যালায়েন্স। আর তৃতীয়বার দিল্লীর মসনদে বসেই কড়া সিদ্ধান্ত নিল এনডিএ জোট সরকার। ইচ্ছেমতো আর ফ্রি রেশন সামগ্রী তুলতে পারবেন না আমজনতা। সম্প্রতি রাজ্যে একের পর এক দুর্নীতির মাঝেই সামনে এসেছে রেশন কেলেঙ্কারির মতো ঘটনা।

সারা দেশে আশি কোটিরও বেশি মানুষ বিনামূল্যে রেশনের ওপর নির্ভরশীল। তবে ইতিমধ্যেই আচমকা এক কোটিরও বেশি সংখ্যক রেশন বাতিল হয়ে যাওয়ার মাথায় বাজ পড়েছে আমজনতার। রেশন আনতে গেলেই অনেক গ্রাহককেই ফিরিয়ে দিচ্ছেন রেশন ডিলাররা। তবে কেন রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না তাদের এই প্রশের উত্তরে জানা গিয়েছে, ওই গ্রাহকদের ই-কেওয়াইসি করা নেই, যার জন্য সরকারি নিয়ম অনুসারে রেশন সামগ্রী পাবেন না তারা।

সরকার সূত্রে খবর, এখনো যারা যারা রেশন কার্ড আপডেট করাননি তারা অতিসত্বর রেশন কার্ড এর আধার লিঙ্ক এর পাশাপাশি e-KYC করে নিন। নাহলে ১লা জুলাই থেকে বিনামূল্যে রেশন থেকে বঞ্চিত হবেন তারা। ব্লক করা হবে রেশন কার্ড। রেশন ডিলারের কাছে আধার ও রেশন কার্ড নিয়ে গেলে তারাই এই কাজ করে দেবেন। অন্যথায় আপনি বাড়িতেও এই প্রক্রিয়া সারতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে।

বাড়িতে রেশন কার্ড আপডেট করুন:-

প্রথমে food.wb.gov.in এই পোর্টালে যান। এরপর check the status of your ration card এ ক্লিক করুন। এবারে রেশন কার্ড নম্বর ও ক্যাটেগরি নির্বাচন করে ক্যাপচা দিয়ে সার্চ বাটনে প্রেস করুন। যদি স্ট্যাটাস active দেখায় তবে ঠিকাছে নতুবা deactivate দেখালে নিচের পদ্ধতি অবলম্বন করুন।

আরও পড়ুনঃ- ভোট মিটতেই পশ্চিমবঙ্গের ডিএ বেড়ে হলো ১৫১ শতাংশ। খুশিতে লাফাচ্ছেন কর্মীরা।

winning-loksabha-election-modis-strict-decision-about-free-ration

আবারো উক্ত অপশনে গিয়ে Link Aadhaar with newly approved/deactivated card এ যান। এখন পরবর্তী পেজে ration card number এবং category select সিলেক্ট করে সার্চ অপশন দাবান। তারপর Link Aadhaar and mobile number এ ক্লিক করে send OTP করুন।

ওটিপি এলে তা বসিয়ে সাবমিট করুন। এরপর Verify & Submit অপশনে ক্লিক করলেই রেশন কার্ড আনব্লক হয়ে যাবে।

কেন্দ্র ও রাজ্য সরকার, আন্তর্জাতিক খবর, বিজনেস, টেক নিউজ, লাইফ স্টাইল, ভ্রমণ সংক্রান্ত দুর্দান্ত সব খবর সবার আগে পড়তে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে যোগ দিতে পারেন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link