রেশন কার্ড থাকলেই ১২,০০০ টাকা করে পাবেন এই প্রকল্পে।তাড়াতাড়ি করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেশন কার্ড থাকলে ১২,০০০ টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার।এর জন্য একটি প্রকল্পে আবেদন করতে হবে। শীঘ্রই আবেদন করে ফেলুন। কোথায়, কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ তথ্য জানুন নিচের প্রতিবেদনে। শুধু এর জন্য আপনার বিপিএল রেশন কার্ড থাকতে হবে। তাহলে সরকার প্রদত্ত এই বারো হাজার টাকার সুবিধা আপনিও লুফে নিতে পারেন।

   

উল্লেখ্য, এনডিএ সরকার ২০১৪ সালে দিল্লির ক্ষমতায় আসার পরই বিভিন্ন জনহিতকর প্রকল্পের সূচনা করেছে। সদ্যই শেষ হয়েছে দেশের আঠারোতম লোকসভা নির্বাচন। তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় ফিরেছে NDA জোট সরকার। আর ৩.০ সরকার গড়েই কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনদরদি প্রকল্পে শান দিতে চায় কেন্দ্র সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের একটি প্রজেক্ট স্বচ্ছ ভারত মিশন। এর অধীনে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা খুবই উল্লেখযোগ্য একটি প্রকল্প। দেশের এখনো বহু মানুষের বাড়িতে একটি সুগঠিত শৌচাগার না থাকায় বাড়ির সদস্যরা বিশেষত গ্রামের মানুষেরা শৌচকর্ম মাঠে ঘাটে সেরে আসেন। এহেন পরিস্থিতিতে তাদের এই অভ্যাস কে শালীনতায় রূপান্তর করতে প্রত্যেক পরিবারকে একটি করে সুগঠিত শৌচাগার নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা করেছে ভারত সরকার।

এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১২,০০০ টাকা দেওয়া হবে নিজ গৃহে শৌচালয় তৈরি করার জন্য। এর জন্য আবেদনকারী কে অবশ্যই বিপিএল তালিকাভুক্ত হতে হবে। এক্ষেত্রে, কেবল মহিলা সদস্যের পরিবার, তপশিলি পরিবার এর আবেদনকারী রা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুনঃ- গরমে হাঁফ ছেড়ে বাঁচা দায়! আগস্ট মাসে ফের একটানা লম্বা ছুটির আপডেট।

will-get-inr-12000-if-you-have-ration-card

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে স্বচ্ছ ভারত অভিযান এর অফিসিয়াল পেজে গিয়ে আবেদন করতে হবে। এরজন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এবং অনলাইন আবেদন পত্রে নির্দিষ্ট তথ্য পূরণ করে আবেদন করতে হবে। সরকারি ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য ব্লক অফিস থেকে আধিকারিক বাড়িতে এসে তথ্যের সত্যতা যাচাই করে যাবেন। যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শৌচালয় নির্মাণের জন্য বারো হাজার টাকা ক্রেডিট হয়ে যাবে।

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, চাকরি এবং স্কলারশিপ সম্বন্ধে সবধরনের বিস্তারিত সর্বশেষ আপডেট পেতে আজই আমাদের সঙ্গে যুক্ত হোন। লাইফ স্টাইল, টেক নিউজ, নতুন বিজনেস আইডিয়া, ভ্রমণ, বিনোদন এবং শিক্ষা ও ট্রেন্ডিং, জাতীয়, আন্তর্জাতিক খবর সম্পর্কে সচেতন হতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ। তথ্টি শেয়ার করে দিন।

হোয়াটসঅ্যাপ চ্যানেল:- Link

টেলিগ্রাম চ্যানেল:- Link

গুগল নিউজ:- Link

ফেসবুক:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link