বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অতিরিক্ত ছুটি। বিরাট বড়ো গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে। সঠিক কি কারণে এই ছুটি পাবেন স্কুল শিক্ষকেরা? কোন কোন সময় এক্সট্রা ছুটি নিতে পারবেন তারা? কতদিনের মধ্যে এই ছুটি নিতে হবে? সকল স্কুল শিক্ষকরাই কি এই বাড়তি ছুটি পাবেন? সম্পূর্ণ তথ্য জানুন নিচের আলোচনায়।
সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং শুরু হয়েছে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে স্কুল শিক্ষকদের অতিরিক্ত ছুটি নিয়ে ইম্পর্ট্যান্ট ঘোষণা করে দিলেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সভাপতি রামানুজ গাঙ্গুলি। তবে সকল শিক্ষক শিক্ষিকা কিন্তু এই বাড়তি ছুটি পাবেন না। তবে কারাই বা পেতে চলেছেন এই এক্সট্রা হলিডে।
পর্ষদ সূত্রে আপডেট, কেবল মাধ্যমিক শিক্ষক শিক্ষিকারাই এই অতিরিক্ত ছুটি পাওয়ার জন্য যোগ্য। অর্থাৎ যেসমস্ত শিক্ষিকা ও শিক্ষক মাধ্যমিক পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছেন (এক্সামিনার ও হেড এক্সামিনার), তাঁরাই এই নতুন অতিরিক্ত ছুটির জন্য আবেদন করতে পারবেন।
জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশের তাড়াহুড়োর জন্য পরীক্ষক ও মূল পরীক্ষক কে মোট চারদিন সরকারি ছুটির দিনেও কাজ করতে হচ্ছে অর্থাৎ তাদের খাতা দেখতে হচ্ছে। এই চারদিন হলো ১৮ই ফেব্রুয়ারী রবিবার, ২৫শে ফেব্রুয়ারী রবিবার, ২৬শে ফেব্রুয়ারী সোমবার শবেবরাত এবং ৮ই মার্চ শুক্রবার মহাশিবরাত্রির দিনও কাজ করতে হচ্ছে পরীক্ষক ও প্রধান পরীক্ষক।
আরও পড়ুনঃ- উপহারের বন্যা। লক্ষ্মীর ভান্ডার বেড়ে হাজার, ডিএ নিয়ে বড়ো ঘোষণা মমতা সরকারের।
সরকারি ছুটির দিনেও কাজ করায় সংশ্লিষ্ট পরীক্ষক শিক্ষক শিক্ষিকাদের পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে ৪ দিন ছুটি দেওয়ার জন্য সিদ্ধান্ত ঘোষণা করেছে মধ্যশিক্ষা বোর্ড। তবে তাদের ৩০শে এপ্রিলের মধ্যে এই চারটি বিশেষ ছুটি নিয়ে নিতে বলেছে পর্ষদ। কেননা ত্রিশে এপ্রিলের পর আর এই ছুটি গুলি বৈধ থাকবে না।
শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও কোর্ট কাছারি তে সরকারি ছুটি সংক্রান্ত বিশদভাবে আপডেট পেতে বাংলা ওয়ার্ল্ড এর সোশ্যাল মিডিয়ায় যুক্ত হন।
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link
গুগল নিউজ:- Link