গরমের ছুটি এগিয়ে এলো। বাড়লো ছুটি। পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি। কবে থেকে ছুটি পড়ছে স্কুলগুলিতে? কলেজ-বিশ্ববিদ্যালয়ের কি হবে? কতদিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান? অতিরিক্ত ছুটি কতদিন ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই প্রতিবেদনে।
Heatwave & Summer Vacation 2024
রাজ্যজুড়ে লম্বা ছুটির আপডেট। তীব্র দাবদাহের কারণে জরুরি ভিত্তিতে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পূর্ব ঘোষণা অনুযায়ী ছুটির নির্দেশিকায় কিছুটা পরিবর্তন করলো রাজ্য শিক্ষা দপ্তর। কবে থেকে ছুটি পড়ছে রাজ্যের বিদ্যালয় গুলিতে। তাপপ্রবাহ সম্বন্ধে কি জানালো India Meteorological Department?
প্রথমত, রাজ্যে গরমের ছুটির নির্দেশিকায় জানানো হয়, ১৫ই মে থেকে ১লা জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটিতে বন্ধ থাকবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি। পরে সেই নির্দেশিকায় ১২দিন সংযুক্ত করে ছুটির সময়সীমা ৬ই মে থেকে ২রা জুন পর্যন্ত করে রাজ্য সরকার। তবে আচমকা হিটওয়েভ তৈরি হওয়ার নাজেহাল অবস্থা স্কুল পড়ুয়াদের। যার জেরে পর্ষদকে গরমের ছুটি এগিয়ে আনার আর্জি জানিয়েছেন অভিভাবক-অভিভাবিকারা।
সেইমতো নবান্নের কর্তাব্যক্তিরা জরুরি বৈঠক সারার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন প্রচন্ড গরমের কারণে ছাত্র ছাত্রী ও শিক্ষাকর্মীদের কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য শিক্ষা দপ্তর অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রচন্ড দাবদাহের কারণে অগ্রিম গরমের ছুটি ছুটি পড়ছে।
রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলি আগামী ২২শে এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত বন্ধ থাকবে। এর ফলে পূর্বঘোষিত ছুটির সাথে আরও ১৫ দিন যুক্ত হলো। অর্থাৎ মোট ৪২ দিনের গ্রীষ্মের ছুটি থাকছে রাজ্যজুড়ে।
প্রচন্ড গরমের কারণে বেসরকারি স্কুলগুলিকেও সরকারি নির্দেশ মতো শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রাখার অনুরোধ জানিয়েছে রাজ্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষ নেবে এবং অতিরিক্ত ছুটির সময়ে ইন্সটিটিউট গুলি অনলাইন ক্লাস করাবে কিনা তা তাদের সিদ্ধান্ত। সরকারি স্কুলগুলিতে স্কুল খোলার পরে শনিবার ক্লাসের সময়সীমা বাড়িয়ে এবং অতিরিক্ত ক্লাস করিয়ে এক্সট্রা ছুটি জন্য পঠন-পাঠন পুষিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ- বাতিল হতে চলেছে ২০১৪ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া? কড়া নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।
তবে এই হিটওয়েভের দরুন কলেজ ও ইউনিভার্সিটি বন্ধ থাকবে না। কেননা স্নাতক ও তদূর্ধ্ব স্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমেস্টার সিস্টেমের জন্য নির্ধারিত পড়াশোনা এবং সিলেবাস কমপ্লিট করা যথেষ্ট চাপের বিষয়। আর যেহেতু কলেজ পড়ুয়ারা স্কুল পড়ুয়াদের তুলনায় অনেকটাই বড়ো তাই তাদের ছুটি দেওয়া হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বিশ্ববিদ্যালয় গুলিকে দেওয়া হয়েছে।
গ্রীষ্মের ছুটি এবং রাজ্য ও কেন্দ্র সরকারের যেকোনো গুরুত্বপূর্ণ ও বিশেষ ছুটির সবধরনের নিত্যনতুন ও সর্বশেষ আপডেট সম্বন্ধে সবার আগে অবগত হতে আমাদের সাথে থাকুন নিচের মাধ্যমে যুক্ত হয়ে।
হোয়াটসঅ্যাপ:- Link
টেলিগ্রাম:- Link
ফেসবুক:- Link