উজ্জ্বলা যোজনা অতীত! ১ কোটি পরিবারকে ধোঁয়াহীন উনুন দেবে সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারের জমানা শেষ? এবার আসতে চলেছে ধোঁয়াহীন চুলা। কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার পাল্টা একটি নতুন প্রকল্প শুরু করতে চলেছে। খুব শীঘ্রই সাধারণ মানুষ এই ধোঁয়াবিহীন ওভেনের সুবিধা নিতে পারবেন। কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন? কিভাবে, কোথায় আবেদন করতে হবে সবিস্তারে পড়ুন নিচের সম্পূর্ণ প্রতিবেদনে।

   

এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি নিয়ে বরাবর সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন আগেই বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। সেই বাজেটেই রাজ্যের দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারগুলো কে বিনামূল্যে গ্যাস স্টোভ দেওয়ার ঘোষণা করা হয়। এই প্রকার উনুন জ্বালানির ফলে কোনোরূপ ধোঁয়া উৎপন্ন হবে না।

১ কোটি পরিবার কে এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। ধোঁয়াহীন চুলার সুবিধা পেতে ইচ্ছুক পরিবারগুলিকে বিডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে। এই প্রকল্পের আওতায় প্রথমে ব্লকভিত্তিক আবেদনকারীদের এ টু যেট রিপোর্ট নেওয়া হবে। এই যোজনা চালু হলে দারুণ লাভবান হবেন রাজ্যবাসী।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের উজ্জ্বলা যোজনার পাল্টা হিসেবে রাজ্যের এক কোটি দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। আবেদন করতে আগ্রহীদের প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে ব্লক অফিসে গিয়ে আবেদন করতে হবে।

আরও পড়ুনঃ- কোনও সমস্যাই নেই। টাকা না পেলেও ঘর তৈরি করে দেবে সরকার। আবাস যোজনা নিয়ে বড়ো আপডেট।

state-govt-gives-smokeless-oven-to-1-crore-family

রাজ্যের পরিবেশ মন্ত্রী জি রব্বানী সংবাদমাধ্যমে জানিয়েছেন, সকল পরিবারের উচ্চমূল্য দিয়ে গ্যাস সিলিন্ডার ক্রয় করার সামর্থ্য নেই। তিনি জনসভায় আরও বলেন, কেন্দ্র সরকার লোকসভা নির্বাচনের পূর্বে গ্যাসের দাম কমালেও ভোটপর্ব মিটে যাওয়ার পরে আবারো গ্যাসের দাম বাড়াতে পারে। তাই সাধারণ মানুষ কে এই ধোঁয়াহীন উনুন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

উজ্জ্বলা যোজনা, এলপিজি সিলিন্ডার সংক্রান্ত সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের নিচের সামাজিক মাধ্যম গ্রুপগুলোতে যুক্ত হোন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link