রাজ্যে আবার বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা। এবারে চার শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা থাকছে। সাম্প্রতিককালে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর ফলে লাভবান হতে চলেছেন প্রায় সাত লক্ষ রাজ্য সরকারি কর্মচারী। খুশিতে আত্মহারা রাজ্যের সরকারি চাকুরিজীবীরা।
উল্লেখ্য, কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে ডিয়ারনেস অ্যালাওয়েন্স পেয়ে থাকলেও রাজ্য সরকারি কর্মীরা পেয়ে থাকেন ৪৬ শতাংশ DA। এবারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ চার শতাংশ বৃদ্ধি ঘোষণা করতে পারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এর ফলে কেন্দ্রের সমহারে ৫০ শতাংশ ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা।
আরও উল্লেখ্য, পুজোর আগে সেপ্টেম্বরে নতুন ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। যদিও এই বিষয়ে সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে সেপ্টেম্বরে মহার্ঘ ভাতা ঘোষণা হলে উক্ত রাজ্যের কর্মীরা খুব বেশিদিন সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাবেন না বলেই বিভিন্ন সূত্রে অনুমান।
আরও পড়ুনঃ- খুশির আমেজ। পরপর তিনদিন ছুটি সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান।
সূত্রের খবর, গত ১৫ই আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের দিনই ডিএ বৃদ্ধির ঘোষণা করার কথা ছিল এমপি সরকারের। যদিও সেপ্টেম্বর সহ জুলাই ও আগস্ট মাসের বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মীদের মোট তিন কিস্তিতে প্রদান করতে চাইছেন রাজ্য সরকার।
কেন্দ্র ও রাজ্য সরকারে কর্মরত কর্মীদের মহার্ঘ্য ভাতা, DR এবং HRA সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে হলে আমাদের নিচের সামাজিক মাধ্যম গ্রুপে যুক্ত হতে পারেন।
গুগল নিউজ:- Link
হোয়াটসঅ্যাপ:- Link
টেলিগ্রাম:- Link