SBI এর নতুন ৪৪৪ স্কিমের অধীনে টাকা রাখলে উচ্চহারে (৭.৭৫%) সুদ পাওয়া যাচ্ছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অমৃত কলস যোজনার পর গ্রাহকদের জন্য এবার অমৃত বৃষ্টি নামক একটি গুরুত্বপূর্ণ স্কীম নিয়ে এলো দেশের বৃহত্তম ব্যাঙ্কিং সংস্থা ভারতীয় স্টেট ব্যাঙ্ক। গ্রাহকদের আমানত সুরক্ষিত রাখার পাশাপাশি উচ্চ হারে সুদ প্রদান করা হয়ে থাকে এই Fixed Deposit Scheme এর অধীনে। গচ্ছিত টাকার ওপর ৭.৭৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এই স্কিমের আওতায়।

   

যারা স্বল্প মেয়াদে টাকা নিরাপদ স্থানে বিনিয়োগ করার কথা ভাবছেন এবং ২ কোটি টাকার কম টাকা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য এটি সবচেয়ে উপযোগী ও কার্যকরী অপশন। অমৃত বৃষ্টি স্কিমের অধীনে গ্রাহকদের ৪৪৪ দিনের জন্য তাদের আমানত জমা রাখতে হবে। আগামী বছর মার্চ পর্যন্ত বিনিয়োগের সময়সীমা ধার্য করেছে State Bank of India।

এই স্কিমে টাকা বিনিয়োগ করাকালীন আপনি লোনও নিতে পারবেন। তবে মেয়াদ শেষের আগেই টাকা উইথড্র করতে চাইলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম মোতাবেক কিছু টাকা পেনাল্টি চার্জ কাটা হবে বলে ভারতীয় স্টেট ব্যাঙ্ক সূত্রে খবর। উল্লেখ্য, এই স্কিমে বিনিয়োগ করার ফায়দা হলো অল্প সময়ের মেয়াদে (প্রায় ১ বছর আড়াই মাস) আপনি উচ্চ হারে সুদ পেতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, অমৃত বৃষ্টি যোজনায় জমাকৃত রাশির ওপরে সাধারণ গ্রাহকদের ৭.২৫ শতাংশ হারে ইন্টারেস্ট প্রদান করে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক যা অমৃত কলস যোজনার সুদের হার (৭.১ শতাংশ) এর চেয়েও কিছুটা বেশি। আরও উল্লেখ্য, Bank of Baroda এরও ৩৯৯ দিনের একটি ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে যেখানে ৭.১৫ শতাংশ হারে সুদ প্রদান করা হয়ে থাকে।

state bank 444 scheme called amrit brishti

আরও পড়ুনঃ- রাজ্যের সরকারি কর্মীদের বেতন বেড়ে হলো ৩৯,০০০ টাকা। একধাক্কায় বেতন অনেকটাই বৃদ্ধি পেল।

তবে অমৃত বৃষ্টি যোজনায় গচ্ছিত টাকার ওপর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৭.৭৫% হারে সুদ দিয়ে থাকে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। এবং এই স্কিমের আরেকটি সংযোজিত সুবিধা হলো ভারতীয় অধিবাসীর পাশাপাশি প্রবাসী ভারতীয়রাও এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।

বিভিন্ন ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির নানান ফিক্সড ডিপোজিট সংক্রান্ত বিস্তীর্ণ বিবরণ ও লেটেস্ট আপডেট পেতে এখুনি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন করুন। ধন্যবাদ।

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link