PNB, SBI, ICICI, Axis সহ সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাংক, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্ক সহ প্রায় সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য মস্ত বড়ো গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো। কি আপডেট জানানো হয়েছে এই ঘোষণায়? কাস্টমারদের ব্যাংক অ্যাকাউন্ট কি কি প্রভাব পড়তে চলেছে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

   

State Bank of India, Punjab National Bank, Axis Bank ও ICICI Bank সহ দেশের একাধিক ব্যাঙ্কের বিভিন্ন নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। লোন, লেনদেন এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে বদল এনেছে ব্যাংক সংস্থাগুলি। পয়লা জুলাই থেকে এসবিআই কার্ড, ক্রেডিট কার্ড থেকে সমস্ত লেনদেন সংক্রান্ত Reward Point সংগ্রহ করা বন্ধ করে দিয়েছে।

পিএনবি রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডে Lounge Access সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এনেছে PNB। ফি বছর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুটি Lounge Access ও বছরে চারটি রেল বা দেশীয় বিমানবন্দরে লাউঞ্জ অগ্রাধিকার পাবেন। Rupay Platinum Debit Card -র মাধ্যমে প্রতিদিন Cash তোলার সীমা বাড়িয়ে ১ লাখ টাকা করা হচ্ছে। এবং ই কমার্স প্ল্যাটফর্মে রোজ ক্যাশ তোলার Limit ৩ লাখ টাকা করা হচ্ছে।

pnb sbi axis icici bank customer important update

আরও পড়ুনঃ- ইলেকট্রিক বিলে ১৮৭ টাকা ছাড়! ত্রৈমাসিক নয়, প্রতিমাসে আসবে কারেন্ট বিল।

আইসিআইসিআই ব্যাংক সম্প্রতি সমস্ত ক্রেডিট কার্ডের ইমপ্ল্যান্টেশন এর জন্য অ্যাপ্লিকেশন ফি ছিল ১০০ টাকা। বর্তমানে তা দ্বিগুণ করা হয়েছে। এছাড়াও Axis Bank, সিটিব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাঙ্কের নিয়মেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সমস্ত ব্যাংক কর্তৃপক্ষ কে Bharat Bill Payment System এর মাধ্যমে ক্রেডিট কার্ড এর পেমেন্ট সেট করতে নির্দেশ দিয়েছে। তবে কেবল চারটি ব্যাঙ্ক এই সিস্টেম ফলো করছে।

এমন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সব খবরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপডেট সবার আগে পেতে আমাদের গুগল নিউজ ও ফেসবুক ফলো করতে পারেন।

গুগল নিউজ:- Link

ফেসবুক:- Link

টেলিগ্রাম:- Link