নভেম্বরে অতিরিক্ত ছুটি থাকছে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান গুলি। কবে কবে এই ছুটি দেওয়া হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতবর্ষ জুড়ে বারোমসেই কোনও না কোনও রাজ্যে উৎসবের মরশুম চলতেই থাকে। আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ থাকলেও অক্টোবর ও নভেম্বর মাসেই সবচেয়ে বেশি উৎসব পালিত হয়ে। এই দুই মাসে উৎসবের বহর যেন শেষ হতেই চায় না। আর এই উৎসব পর্ব চলাকালীন একটা লম্বা ছুটি পেয়ে যান সরকারি কর্মী ও শিক্ষার্থীরা।

   

সম্প্রতি বাংলায় অক্টোবর মাসের ছুটির পর্ব শেষ হয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ইত্যাদি উৎসব শেষ। তবে উৎসব আর ছুটি শেষ হয়েও যেন শেষ হতেই চাইছে না। সদ্য নভেম্বর মাসের পদার্পণ ঘটেছে। আর সপ্তাহ খানেকের মধ্যেই আগমন ঘটতে চলেছে দীপাবলি, ভাই দোহজ এবং ছট পূজার মহাসমাগম। সেই উপলক্ষ্যেই নভেম্বর মাসে বেশ কিছুদিন ছুটি থাকবে সমস্ত সরকারি কার্য্যালয় ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।

তবে উৎসবের দিনগুলো ছুটি থাকলেও যে বিশেষ বিশেষ উৎসবের দিনগুলো রবিবারে বা অন্যান্য সরকারি ছুটি কিম্বা দুটি ছুটি একই দিনে পড়ে থাকলে, বাঙালির বড়ো উৎসবগুলি পালনের জন্য রবিবার অথবা সংশ্লিষ্ট বারের পরের একদিন বা দু’দিন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, সকল জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকল শ্রেণীর উৎসবকে মর্যাদা প্রদানের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। তাইতো একদিকে যেমন ঠাকুর পঞ্চানন বর্মা জন্মদিবসে ছুটি দেওয়া হয়েছে, তেমনি বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যেও সারা রাজ্যে অফিশিয়াল ছুটি পালিত হয়। আবার করম পূজা পালনের জন্য যেমন অর্ধদিবস ছুটিকে পূর্ণদিবস ছুটি দেওয়া হয়েছে, তেমনি শবেবরাত এর জন্যও পূর্ণদিবস ছুটি বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ- এই ডকুমেন্ট ছাড়া উচ্চ মাধ্যমিক দেওয়া যাবে না! HS পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ সংসদের।

এবছর অক্টোবর মাসের মতো নভেম্বর মাসেও বেশ কিছু দিন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এবছর বাংলায় কালীপূজা 12ই নভেম্বর রবিবার পড়ায় তারপর দু’দিন অর্থাৎ ১৩ই ও ১৪ই নভেম্বর যথাক্রমে সোমবার ও মঙ্গলবার দীপাবলির ছুটি দেওয়া হয়েছে। এবং ঠিক এক সপ্তাহ পর ১৯শে নভেম্বর ছট পূজা পড়ায় তার পরের দিন ২০শে নভেম্বর সোমবার ছট্ পূজা উপলক্ষ্য সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছুটি ধার্য করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছুটির সব আপডেট এছাড়াও হরতাল হলে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান গুলি ছুটির খবরের আগাম আপডেট পেতে আমাদের টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও গুগল নিউজ এ অনুসরণ করুন।

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link