খুশির আমেজ। পরপর তিনদিন ছুটি সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান।

খুশির আমেজ সরকারি কর্মী ও পড়ুয়াদের জন্য। একনাগাড়ে ৩ বা ৪ দিন বন্ধ থাকতে চলেছে সরকারি অফিস, ব্যাংক, কোর্ট-কাছারি ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলি। কোথায়, কবে কবে ছুটি থাকছে সবিস্তারে জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

   

সারা দেশেই তথা রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর উৎসব। যদিও বর্তমানে রাজ্য-রাজনীতি তে উত্তাল পরিস্থিতি। তবে আসন্ন উৎসবের আবহে ছুটির ঘোষণা করেছে সরকার। মনসা পূজা থেকে শুরু করে গণেশ পুজো, বিশ্বকর্মা পূজা থেকে শুরু করে জন্মাষ্টমী, ঝুলনযাত্রা সহ একাধিক উৎসবের জন্য ছুটির বিশেষ বিজ্ঞপ্তি জারি করে থাকে সরকার।

পাশাপাশি দুর্গাপূজা, মহরম, লক্ষ্মীপূজা, কালীপূজা, ভাতৃদ্বিতীয়া ও ছটপূজা এবং বছর শেষে খ্রিস্টমাসের ছুটির প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সরকারের তরফে। এবারে অগাস্ট মাসে জন্মাষ্টমীর জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-কাছারি বিশেষ ছুটি থাকবে দেশের বিভিন্ন রাজ্যে। বিশেষত উত্তর ভারতে জন্মাষ্টমী ও নন্দোৎসবের জন্যই দু’দিন ছুটি দিয়ে থাকে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ- অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়ার গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো খাদ্য দপ্তর।

latest update on executive 3 days holiday 2024

উল্লেখ্য, এবছর জন্মাষ্টমী পড়েছে ২৬শে আগস্ট সোমবার। সেদিন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ থাকছেই। তার আগের দিন রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশেই ছুটি। পাশাপাশি তার আগের দিন মাসের চতুর্থ শনিবার হওয়ায় উক্ত দিনে ব্যাংক কর্মীদের নিয়মমাফিক অফিস ছুটি থাকে।

এরকম আরও গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সবার আগেভাগে জানতে হলে আমাদের অবশ্যই নিচের সামাজিক মাধ্যম গ্রুপে অনুসরণ করতে পারেন। তথ্যটি দরকারি মনে হলে অন্যদের সাথে শেয়ার করবেন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page