বিশাল সংখ্যক শূন্যপদে ক্লার্কশিপ পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পাব্লিক সার্ভিস কমিশনের।

পশ্চিমবঙ্গ জুড়ে বিরাট সংখ্যায় ভ্যাকান্সি তে ক্লার্ক শিপ পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মোট কত শূন্যপদে নিয়োগ করা হবে? আবেদনপত্র গ্রহণ কবে থেকে শুরু হবে? কারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং এই চাকরির নিয়োগ প্রক্রিয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত জানতে আপাদমস্তক প্রতিবেদনটি পড়ুন।

   

পদের নাম:-

WBPSC ক্লার্কশিপ। এই পোস্টের বিজ্ঞপ্তি নং ১৩/২০২৩।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-

এই পদে আবেদনের প্রথম ও প্রধান শর্ত হলো আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে। ভারতবর্ষের যেকোনো প্রান্ত থেকে উঠে আসা পুরুষ-মহিলা সকলেই আবেদন করতে পারেন। ক্লার্কশিপ পোস্টে নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য চাকরিপ্রার্থী কে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তবে উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

শূন্যপদ:-

পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশনের এবছরের ক্লার্কশিপ পোস্টে প্রায় ছয় হাজার শূন্যপদে নিয়োগ হতে পারে বলে অন্দর সূত্রে খবর। শেষবার এই পরীক্ষা হয়েছিল ২০১৮ তে। সেবার চাকরিপ্রার্থীদের জন্য প্রায় সাত হাজার শূন্য ছিল, যার প্রার্থী নিয়োগ প্রক্রিয়া শেষের দোরগোড়ায়।

আবেদন প্রক্রিয়া:-

পাব্লিক সার্ভিস কমিশনের নির্দিষ্ট পদের ক্ষেত্রে প্রথমবার আবেদনের জন্যপ্রথমে West Bengal Public Service Commission এল অফিশিয়াল ওয়েবসাইট (https://wbpsc.ucanapply.com/secure?app_id=UElZMDAwMDAwMQ==) এ প্রথমে রেজিষ্ট্রেশন করিয়ে নিন। এরপর লগইন করে অনলাইন আবেদন পত্রটি সঠিক তথ্যের সাহায্যে ভালোভাবে পূরণ করুন।

আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট সাইজের ফর্ম্যাট এ স্ক্যান করে আপলোড করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার পূর্বে আপনার পূরণ করা তথ্যসমূহ ভালোভাবে যাচাই করে নিতে ভুলবেন না।

বয়সসীমা:-

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

আরও পড়ুনঃ- পুজোয় ডবল ধামাকা! লক্ষ্মীর ভান্ডারে এমাসে ২,০০০ টাকা করে পাবেন রাজ্যের মহিলারা? পুজোর মাসে কবে পাবেন অতিরিক্ত টাকা?

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:-

বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, ক্লার্কশিপ ২০২৩ পোস্টের বিজ্ঞপ্তি চলতি বছর ডিসেম্বরে আসতে পারে। এবং আগামী বছর মাঝামাঝি তে Clerkship 2023 পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে। যদিও পিএসসি এই বিজ্ঞপ্তি নোটিশে আবেদন গ্রহণের তারিখ সম্পর্কে কিছু ঘোষণা করেনি তবে, আবেদনপত্র গ্রহণের নতুন আপডেট সরকার জারি করলে, আমাদের ওয়েবসাইট পোর্টালে তা সাথে সাথেই জানানো হবে।

তথ্যটি ভালো লাগলে চাকরিপ্রার্থী বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং খবরের নোটিফিকেশন পেতে আমাদের ওয়েবসাইট পোর্টাল চব নিয়মিত গুগল/ ক্রোমে ভিজিট করতে ভুলবেন না

কেন্দ্র ও রাজ্য সরকারের সবধরনের চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম ও গুগল নিউজ এ অনুসরণ করুন।

Google News:- Link

টেলিগ্রাম চ্যানেল:- Link

Like Facebook Page