সঠিক কবে প্রকাশিত হবে ২০২৪ দশম ও দ্বাদশের ফলাফল? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী কিভাবে রেজাল্ট দেখবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চব্বিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। রাজ্যের দুই মেগা পরীক্ষা শেষ হয়েছে বহুদিন আগেই। এবার রাজ্যের দশম ও দ্বাদশের রেজাল্ট নিয়ে অধীর আশায় ও অপেক্ষায় দিন গুনছে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। একটাই প্রশ্ন কবে প্রকাশিত হবে 10th ও 12th এর ফল।

   

এবছর ২রা ফেব্রুয়ারী থেকে ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হয়ছে মাধ্যমিক পরীক্ষা। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্ব সম্পন্ন হয়েছে ১৬ই থেকে ২৯শে ফেব্রুয়ারী পর্যন্ত। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল নয় লাখের কিছু বেশি এবং চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় আট লক্ষ মতো ছাত্র-ছাত্রী। যদিও সামাজিক মাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। তবে WBBSE ও WBCHSE এর দুই সভাপতি ফলাফল প্রকাশ বিষয়ে কি জানালো তা জানাবো এই প্রতিবেদনে।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া জুড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে বিভিন্ন ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ উঠে আসছে। মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীবী ভট্টাচার্য্য এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে জানিয়েছেন, যে বা যারা এই ধরনের মিথ্যা খবর রটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে বোর্ড ও কাউন্সিল।

সূত্রের খবর, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের কম সময়ে ফলাফল প্রকাশের চেষ্টা করবে রাজ্য শিক্ষা দপ্তর। সেইমতো পর্ষদ ও সংসদ কে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে এবছর রয়েছে লোকসভা নির্বাচন। তাই ভোটের মাঝে ফলাফল প্রকাশের জের একটু উত্তেজনাকর।

যদি গত লোকসভা নির্বাচন সমীক্ষা করা হয়, তবে দেখা যায় ২০১৯ এ ১২ই থেকে ২২শে ফেব্রুয়ারী পর্যন্ত চলেছিল মাধ্যমিক পরীক্ষা। এর ৮৮ দিনের মাথায় করা হয় সাংবাদিক সম্মেলনে ফলপ্রকাশ। তবে ক্রমশ প্রযুক্তিগত পদ্ধতি উন্নততর হওয়ায় গত বছর পরীক্ষা শেষের মাত্র ৭৫ দিনের মাথায় ফলাফল প্রকাশ করে বোর্ড। এখন পরীক্ষক খাতা মূল্যায়নের পর নম্বর স্কুল থেকে বোর্ড ও কাউন্সিল কে অনলাইনেই পাঠিয়ে দিতে পারে। ফলত ফলাফল প্রকাশ প্রক্রিয়ায় খানিকটা সময় বাঁচে।

যদিও ২০২৪ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিশ্চিতভাবে জানাননি পর্ষদ ও সংসদ সভাপতি। তবে আশা করা হচ্ছে এবছরও তিন মাসের কম সময়ের মধ্যে রাজ্যের দুই মেগা পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভবপর হবে। খুব সম্ভবত এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে প্রকাশ পেতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল।

প্রত্যেকবারের মতোই এবছরও ফলাফল প্রকাশের দিন আগে থেকেই অনলাইনে পর্ষদ ও সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফলাফল জানতে পারবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।

মাধ্যমিকের অফিশিয়াল ওয়েবসাইট:- wbbse.wb.gov.in

উচ্চ মাধ্যমিকে অফিশিয়াল ওয়েবসাইট:- wbchse.gov.in

রাজ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে সমস্ত রকম আপডেট ও গুরুত্বপূর্ণ লেটেস্ট খবরাখবর সবার আগে পেতে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জুড়ুন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

ফেসবুক:- Link