অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়ার গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো খাদ্য দপ্তর।

গ্রাহকদের এমাসে অতিরিক্ত রেশন দ্রব্য প্রদানের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করলো রাজ্য সরকার। আগস্টে রেশন উপভোক্তাদের পূর্বের তুলনায় আরও বেশি কিছু রেশন সামগ্রী বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। এই রেশন কার্ডগুলি থাকলে পাবেন বাড়তি সুবিধা। চলুন জেনে নেওয়া আগস্ট মাসে কোন কার্ডে কি কি অতিরিক্ত রেশন দ্রব্য পেতে চলেছেন উপভোক্তারা।

   

রাজ্যে প্রায় ৯ কোটির মতো গ্রাহক বিনামূল্যে রেশনের সুবিধা নিয়ে থাকেন। আর এই এত বিশাল সংখ্যক উপভোক্তাদের কার্ড অনুযায়ী এবার অগাস্ট মাসে বাড়তি রেশন সামগ্রী প্রদানের ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর। বিপিএল তালিকাভুক্তদের নোটিশ দিয়ে গ্রাহকদের প্রাপ্য রেশন দ্রব্যের তালিকা জানিয়ে দিল Department of Food and Suppliers, Govt. of West Bengal.

আগস্ট ২০২৪ এ রেশনের খাদ্য বন্টন তালিকা নিম্নরূপ:-

১) RKSY-I এবং RKSY-II

RKSY-I (বিপিএল) শ্রেণীর রেশন কার্ড ভোক্তাদের কার্ডপিছু ৫ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। RKSY-II (এপিএল) তালিকাভুক্তদের মাথাপিছু কেবল ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে।

২) SPHH এবং PHH

উক্ত দুই শ্রেনীর বিপিএল কার্ডধারীরা লোকপিছু ৩ কেজি চাল এবং ২ কেজি করে গম অথবা ১.৯ কেজি ময়দা অতিরিক্ত পাবেন। ময়দা নিতে না চাইলে তার পরিবর্তে চাল নিতে পারেন।

আরও পড়ুনঃ- জমি থাকলে আর কৃষিকাজ করলে ২ লাখ টাকা পাবেন। মানতে হবে এই শর্তগুলি।

excess-ration-items-update-in-august-2024

৩) AAY

অন্ত্যোদয় অন্ন যোজনা শ্রেণির BPL কার্ড রয়েছে এমন ব্যক্তিরা পরিবারপিছু ২১ কেজি চাল, ১৪ কেজি গম অথবা ১৩.৩ কেজি ময়দা পাবেন। পাশাপাশি ১৩.৫০ টাকা কেজি দরে ১ কেজি চিনি পাবেন।

এরকম আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, স্কলারশিপ, চাকরি, লাইফ স্টাইল, টেক নিউজ, ব্যবসা এবং বিনোদন সম্বন্ধে প্রয়োজনীয় লেটেস্ট আপডেট প্রতিদিন পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page