ভোটের আগে বড়ো চমক রাজ্য সরকারের। রেশন ব্যবস্থায় নয়া নিয়ম। চলতি মাস থেকেই নতুন নিয়ম লাগু হতে চলেছে। খাদ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। রেশন উপভোক্তারা আগের চেয়ে অতিরিক্ত রেশন সামগ্রী পেতে চলেছেন।
আগামী মে মাসেই আসন্ন চব্বিশে লোকসভা নির্বাচন। তার আগে রেশন ব্যবস্থা নিয়ে মাস্টারস্ট্রোক তৃণমূল সরকারের। আগের চেয়ে বেশি বেশি রেশন সামগ্রী দেওয়া হবে গ্রাহকদের। মূলত রমজান মাস উৎসব পালন উপলক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকারি সূত্রে আপডেট, মার্চ-এপ্রিল মাসেই এই বাড়তি রেশন সামগ্রী পেতে চলেছেন রাজ্যের সাধারণ মানুষ।
নবান্ন সূত্রে খবর, কেবল AAY(এএওয়াই) এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারগুলিকেই রেশন দোকান থেকে নির্দিষ্ট সময়ের ভেতরে এই বেশি রেশন সামগ্রী প্রদান করা হবে ন্যায্য মূল্যের বিনিময়ে। মার্চ মাসের ১১ তারিখ হতে এপ্রিল মাসের ১২ তারিখের মধ্যে উক্ত বাড়তি রেশনের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকেরা।
অতিরিক্ত রেশনের সুবিধা গ্রহণের জন্য কোনোরূপ ফর্মালিটির প্রয়োজন নেই। কেবল বৈধ রেশন কার্ড থাকলেই ন্যায্য মূল্যের রেশন শপ থেকে বাড়তি রেশন দ্রব্য পেয়ে যাবেন সুবিধাভোগীরা। তবে কেবল AAY এবং SPHH কার্ড রয়েছে এমন পরিবারগুলিই নির্ধারিত সময়ের মধ্যে এই সুবিধা নিতে পারবেন।
আরও পড়ুনঃ- আবার লাফিয়ে বাড়ছে নতুন ডিএ। কোন পোস্টে কত বেতন হল সরকারি কর্মীদের?
রমজান উপলক্ষে বাড়তি রেশন প্রদান কে Ramadan Special Package নাম দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ প্যাকেজের অধীনে ছাব্বিশ টাকা কেজি দরে এক কেজি ময়দা, বাষট্টি টাকা কেজি দরে এক কেজি ছোলা এবং বত্রিশ টাকা কেজি দরে এক কেজি চিনি পেয়ে যাবেন উপভোক্তারা।
রেশন সংক্রান্ত সব ধরনের গুরুত্বপূর্ণ খবরের খুটিনাটি আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল এ ফলো করতে পারেন।
টেলিগ্রাম চ্যানেল:- Link
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link