যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সামাজিক সুরক্ষা যোজনা অতীত। এবার এই প্রকল্পে প্রতি মাসে ৫,০০০ টাকা পেনশন পাবেন সাধারণ মানুষ। এর জন্য কি কি শর্তাবলি মানতে হবে? কোন প্রকল্পের আওতায় এই সুবিধা পাবেন? কিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করবেন? ন্যূনতম কত টাকা প্রত্যেক মাসে ভাতা পাবেন সরকারের তরফে, বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার জন্য অনুরোধ রইলো।
অটল পেনশন যোজনা
আজ যে প্রকল্প সম্বন্ধে আলোচনা করতে চলেছি তা হলো Atal Pension Yojana। এটি এমন এক প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে বা বছরে দুই কিস্তিতে সামান্যতম টাকা বিনিয়োগ করে বয়স্ককালে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত Pension পেয়ে যাবেন সকল রাজ্যের পুরুষ এবং মহিলারা।
শর্তাবলি:-
উল্লেখ্য, ২০১৫ সালে বিজেপি সরকার এই পেনশন যোজনা চালু করে। এই অটল পেনশন যোজনার অধীনে ১৮-৪০ বছর বয়সী ব্যক্তিরা, যারা কোনও রকম ইনকাম ট্যাক্স দেন না, তাদের বুদ্ধ বয়সে মাসিক পেনশনের সুবিধা করে দিতে এই প্রকল্প চালু করে মোদি সরকার।
কত টাকা পেনশন পাবেন?
আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছর হয়, এবং আপনি প্রতি মাসে ৮৮৭ টাকা করে জমা করে পঁচিশ বছরে মোট ২.৬৬ লাখ টাকা জমা করতে পারবেন। এবং ষাট বছর বয়সের পর থেকেই প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পেতে থাকবেন। আপনার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে তবে ৬০ বছরের পরে মাসিক পাঁচ হাজার টাকা পেনশন পাওয়ার জন্য আপনাকে ছয় মাস অন্তর অন্তর ১২৬০ টাকা করে জমাতে হবে ষাট বছর বয়স পর্যন্ত। এর ফলে এক লাখ পাঁচ হাজার আটশত চল্লিশ টাকা।
এই প্রকল্পে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন?
যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিসেও অটল পেনশন যোজনার অধীনে অ্যাকাউন্ট খোলা যায়। আগ্রহী প্রার্থীরা নিকটবর্তী ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে এর জন্য আপনার আঁধার তথ্য, পাসপোর্ট সাইজের ছবি, প্যান কার্ড এর জেরক্স প্রয়োজন হবে। আবেদনের সময় আপনি প্রদত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নিয়ে তা APY এর অধীনে বিনিয়োগ করা হবে।
আরও পড়ুনঃ- বৃদ্ধি পেল স্কলারশিপের অনুদানের পরিমাণ। পড়ুয়াদের ঠোঁটে হাসি!
সুবিধা:-
যদি কোনো কারণে আমানত জমাকারী ব্যক্তি ইহলোক ত্যাগ করেন তবে তার স্বামী/স্ত্রী এই প্রকল্পের সুবিধা পাবেন। স্বামী-স্ত্রী দুজনেই গত হলে কিংবা সংশ্লিষ্ট নমিনি এই যোজনার অধীনে জমাকৃত টাকা পেয়ে যাবেন।
এমন আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে সবধরনের আপডেট পেতে আমাদের Telegram ও Facebook Group এ যুক্ত হোন।
Telegram Channel:- Link
Facebook Group:- Link