কন্যাশ্রী, রূপশ্রীর ২৫,০০০ তো মিলছেই। পাশাপাশি আরও ১১,০০০ টাকা পাবেন মেয়েরা।

ভারতবর্ষে এখনো বহু পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে বোঝা হিসেবে ধরা হয়ে থাকে। তাই শিক্ষা ক্ষেত্রে কন্যা সন্তানের অগ্রগতির জন্য এবং দেশজুড়ে মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য জনকল্যাণমুখী একাধিক প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। পাশাপাশি বিভিন্ন সংস্থাও বালিকাদের সুরক্ষার জন্য একাধিক কার্যকলাপ করছে।

   

মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য কন্যাশ্রী প্রকল্পের আওতায় এককালীন ২৫,০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার। বিয়ের সময় এককালীন পঁচিশ হাজার টাকা দিয়েও সহায়তা করছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প রয়েছে। এবারে এসবের পাশাপাশি মেয়েদের সার্বিক উন্নতির কথা চিন্তা করে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে এই সংস্থা।

জেনেক্স এর তরফে কোনও পরিবারে কন্যা সন্তান জন্ম হলে তার নামে ১১ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করে দেয় উক্ত সংস্থা। মেয়ের বয়স ১৮ বছর হলে ওই টাকা উইথড্র করে নিতে পারবেন।

কিভাবে এই টাকার জন্য আবেদন করবেন?

এগারো হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে প্রথমে www.genexchild.com এই সাইটে যেতে হবে। এরপর ওপরে প্রথম বিজ্ঞাপন টি কেটে নিচে স্ক্রল করে যে বিজ্ঞাপনে ১১,০০০ টাকা লেখা আছে, সেখানে Register Now এ ক্লিক করুন।

এখন আপনার কম্পিউটার স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে। এখানে আবেদনকারীর নাম, জন্য তারিখ, ইমেইল লিখে Next করুন। এর পরবর্তী পেজে মায়ের ও বাবার ডিটেইলস তথ্য দিন। এরপর ১১,০০০ টাকার পোগ্রাম নির্বাচন করে নিচে হসপিটালের ডিটেইলস তথ্য দিয়ে নেক্সট এ দাবান।

breaking-latest-update-on-electricity-price-hike

আরও পড়ুনঃ- উচ্চ মাধ্যমিক ফলাফল ২০২৪ প্রকাশিত। অনলাইনে চটজলদি মার্কশীট দেখুন এইভাবে।

এরপর যে নতুন পৃষ্ঠা খুলবে তাতে আধার তথ্য, শহরের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস ইত্যাদি পূরণ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। আপনার মেয়ের আঠারো বছর সম্পন্ন হলে জেনেক্স এর তরফে এগারো হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, মহিলা সমৃদ্ধি যোজনা, লাডলী বেহেনা যোজনা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প সংক্রান্ত খবরের লেটেস্ট ও বিস্তারিত আপডেট নোটিফিকেশন পেতে আমাদের পাশে থাকুন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page