পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পড়ুয়াদের দিচ্ছে ৪০,০০০ টাকা স্কলারশিপ। কিভাবে আবেদন করবেন?

Punjab National Bank শিক্ষার্থী পড়ুয়াদের দিচ্ছে বার্ষিক চল্লিশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ। দরিদ্র কিন্তু পড়াশোনায় ভালো বা মোটামুটি বিদ্যার্থীরা যাতে উচ্চশিক্ষা লাভ করে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে তার জন্য PNB এর Housing Finance বিভাগের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের প্রতি বছর এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই বৃত্তিটি হলো পিএনবি হাউজিং ফিন্যান্স প্রোৎসাহন স্কলারশিপ।

   

PNB Housing Finance Protsahan Scholarship 2023 এ আবেদনের জন্য শিক্ষার্থীদের কি কি যোগ্যতা থাকতে হবে? আবেদন প্রক্রিয়া কি? আবেদনে জন্য কি কি দরকারি নথি প্রয়োজন বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য স্টুডেন্ট দের বলা হচ্ছে।

কারা আবেদনের যোগ্য?

এই স্কলারশিপ এ আবেদনের জন্য শিক্ষার্থীর নিচের যোগ্যতাগুলি থাকা আবশ্যক।

১) আবেদনকারী কে অবশ্যই ভারতীয় পড়ুয়া হতে হবে।
২) আবেদনকারী কে BA, B.Sc., B.Com, BCA কোর্সের প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
৩) আবেদনকারী যে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত তা যেন UGC, AICTE দ্বার স্বীকৃত হয়।
৪) আবেদনকারী কে দশম ও দ্বাদশে কমপক্ষে ষাট শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৫) আবেদনকারীর বাড়ির সদস্যদের মোট ইনকাম তিন লাখ টাকার কম হতে হবে।

কত টাকা বৃত্তি পাবেন?

কোর্স, মেধা ও পরিবারের আর্থিক প্রয়োজনীয়তা অনুযায়ী শিক্ষার্থীরা এই স্কলারশিপের অধীনে বছরে ন্যূনতম দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে যাবেন।

আবেদন কিভাবে করবেন?

এই স্কলারশিপ এ আবেদনের জন্য আগ্রহী শিক্ষার্থী প্রথমে https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/resources/409/1043_3.html website এর Homepage এ গিয়ে PNB Housing Finance Protsahan Scholarship এ যান। এর পর Apply Now এ প্ররস করুন।

এখন আপনার ডিভাইসের স্ক্রিনে একটি অনলাইন আবেদন পত্রটি খুলে যাবে। এবারে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি নির্দিষ্ট সাইজ ফর্ম্যাটে স্ক্যান করে Upload করুন। দরখাস্ত সাবমিটে আগে সমস্ত তথ্য ঠিক আছে কিনা তা একবার চেক করে নেবেন।

আরও পড়ুনঃ- অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্পে ডাবল টাকা দেবে সরকার। পুজোর বোনাস পাবেন সাধারণ মানুষ।

প্রয়োজনীয় নথি:-

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীর নিচের নথিগুলো থাকা বাঞ্ছনীয়।

১) আবেদনকারীর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
২) বয়সের প্রমাণপত্র।
৩) Passport মাপের রঙিন ছবি।
৪) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট।
৫) স্নাতক কোর্সে ভর্তির Slip।
৬) আবেদনকারীর বাড়ির বছরে আয়ের শংসাপত্র।
৭) আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট বিস্তারিত।

Deadline:-

এই স্কলারশিপ এ আবেদন বর্তমানে বন্ধ রয়েছে। এবছর আবেদন জানানোর শেষ তারিখ ছিল ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী বছর আবেদন করতে পারবেন।

এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আপডেট জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ এ যুক্ত হতে ভুলবেন না।

টেলিগ্রাম:- Link

WhatsApp:- Link

Like Facebook Page