সেসকল ছাত্র-ছাত্রী স্কলারশিপ এর সাহায্য নিয়ে তাদের উচ্চশিক্ষা কমপ্লিট করতে চাইছেন তাদের জন্য সুখবর। কারণ JK Lakshmi সিমেন্ট কোম্পানি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দু:স্থ পড়ুয়াদের পড়াশোনার জন্য বার্ষিক চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিচ্ছে।
শিক্ষার্থীরা যাতে লেখাপড়া করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে তার জন্য প্রত্যেক বছর নির্বাচিত যোগ্য পড়ুয়াদের এই স্কলারশিপ দিয়ে থাকে জে কে লক্ষ্মী সিমেন্ট সংস্থা। এই বৃত্তি পাওয়ার জন্য কি যোগ্যতা থাকতে হবে? কিভাবে আবেদন করবেন? কি কি নথি প্রয়োজন? কত টাকা বৃত্তি দেওয়া হয়? আবেদনের শেষ তারিখ সম্বন্ধে বিস্তারিত নিচের আলোচনায় জেনে নিন।
J K Lakshmi Scholarship এ কারা আবেদন করতে পারবেন?
J K Lakshmi স্কলারশিপ এ আবেদনের জন্য ছাত্র ছাত্রীদের নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে।
১) এই স্কলারশিপ এ আবেদনের প্রথম শর্ত হলো আবেদনকারী পড়ুয়া কে ভারতীয় হতে হবে।
২) সকল ক্যাটেগরির ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীই এই বৃত্তিতে আবেদনের যোগ্য।
৩) আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় পাঁচ লাখ টাকার মধ্যে হতে হবে।
৪) পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে এই বৃত্তি পাওয়ার জন্য পূর্ববর্তী শ্রেণীতে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। আইটিআই, ডিপ্লোমা ও ডিগ্রি কোর্সের ক্ষেত্রে আগের ক্লাসে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
কোন ক্লাসে কত টাকা পাবেন?
এই স্কলারশিপ এর অধীনে কোর্স অনুযায়ী বিভিন্ন পরিমাণ টাকা দিয়ে থাকে JK Lakshmi সিমেন্ট সংস্থা।
উক্ত স্কলারশিপ এর আওতায় ক্লাস V থেকে VIII পর্যন্ত প্রতি বছর ৫,০০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা পেয়ে থাকেন বার্ষিক ১০,০০০ টাকা পর্যন্ত। ITI ও ডিপ্লোমা কোর্সের স্টুডেন্টরা প্রত্যেক বছর যথাক্রমে দশ হাজার ও পনেরো হাজার টাকা করে স্কলারশিপ পেয়ে থাকেন। স্নাতক কোর্সে পাঠরত শিক্ষার্থীরা বার্ষিক ৩০,০০০ টাকা এবং স্নাতকোত্তরে পাঠরত পড়ুয়ারা প্রতিবছর ৪০,০০০ টাকা স্কলারশিপ পেয়ে যাবেন উক্ত সংস্থার পক্ষ থেকে।
কিভাবে আবেদন করবেন?
এই বৃত্তিতে আবেদনের জন্য https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/scholarship এই পোর্টালে গিয়ে প্রথমে আবেদনকারী কে নথিভুক্তিকরণ করতে হবে। এরপর ID ও Password দিয়ে লগইন করে আবেদন পত্র পূরণ করে করুন। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস (ছবি, সিগনেচার, ইনকাম সার্টিফিকেট) নির্দিষ্ট ফর্ম্যাট সাইজে স্ক্যান করে আপলোড করবেন। দরখাস্ত সাবমিট করার আগে আপনি প্রদত্ত সমস্ত তথ্য সঠিক কিনা আরেকবার দেখে নিতে ভুলবেন না।
আরও পড়ুনঃ- পুজোর আগে নতুন উপহার জনগণ কে। আবাস যোজনার নতুন তালিকা প্রকাশ। কে কে ঘর পেলেন একঝলকে দেখে নিন।
কি কি নথি প্রয়োজন?
JK Lakshmi Scholarship এ আবেদনের জন্য শিক্ষার্থীরা নিম্নলিখিত ডকুমেন্টস গুলি রেডি রাখুন।
১) আবেদনকারীর পরিচয়পত্র (আধার কার্ড)।
২) পাসপোর্ট সাইজের ফটো।
৩) বর্তমানে পাঠরত কোর্সে ভর্তির রসিদ।
৪) পূর্ববর্তী শ্রেণীতে বার্ষিক পরীক্ষার মার্কশীট।
৫) আবেদনকারীর বাসিন্দা সার্টিফিকেট।
৬) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
৭) আবেদনকারী বিদ্যার্থীর ব্যাঙ্কের পাসবই।
আবেদনের অন্তিম তারিখ:-
২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে জে কে লক্ষ্মী স্কলারশিপ এ বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন চলবে ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নেটওয়ার্ক ঝামেলা এড়াতে শেষ তারিখের আগে আবেদন করুন।
এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে এ টু যেট আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক এ ফলো করুন।
Facebook Group:- Link
Telegram Group:- Link