গ্রীষ্মের ছুটি কাটিয়ে শীঘ্রই খুলতে চলেছে রাজ্যের স্কুলগুলি।গরমের ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই খুলে যাবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি। কেন তাড়াতাড়ি খুলে যাচ্ছে স্কুল? সামার ভ্যাকেশন কাটিয়ে কবে খুলছে রাজ্যের বিদ্যালয় গুলি। তাড়াতাড়ি স্কুল খোলা নিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি ও রাজ্য শিক্ষা দপ্তরের কি প্রতিক্রিয়া জানুন বিশদে।
গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করতে না পেরে রাজ্যে এবছর স্কুল গুলিতে আগেভাগেই পড়ে গিয়েছিল গ্রীষ্মের ছুটি। প্রায় মাসখানেক আগে গত ২২শে এপ্রিল থেকেই শুরু হয়েছে সামার হলিডে। এবার রাজ্যজুড়ে আবহাওয়া একটু আরামদায়ক হতেই এবং পরিবেশের তাপমাত্রা কমতেই শিক্ষা প্রতিষ্ঠান গুলি খোলার তোড়জোড় শুরু হয়ে গেল রাজ্য জুড়ে।
গ্রীষ্মের প্রচন্ড তাপপ্রবাহ কচিকাঁচা ছাত্র ছাত্রীদের পক্ষে অসহনীয় হয়ে ওঠায় ২রা জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। এবার রাজ্যজুড়ে জেলায় জেলায় ঝড়-বৃষ্টির আগমন ঘটতেই এবার বিদ্যালয় গুলি খোলার পক্ষে সওয়াল করলেন রাজ্য প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক সমিতির সদস্যরা।
প্রসঙ্গত উল্লেখ্য, সদ্যই প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলাফল। রাজ্য প্রধান শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা জানিয়েছেন, এবছর থেকে একাদশ-দ্বাদশ স্তরে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। বদলেছে পরীক্ষার সিলেবাসও। ছয়মাস পরপর বছরে দু’বার পরীক্ষা মাধ্যমে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের লেখাপড়ার মানদন্ড মূল্যায়ন করা হবে।
উচ্চ মাধ্যমিকের বড়ো সিলেবাস সময়মতো শেষ করাও একটা চ্যালেঞ্জের বিষয়। তাছাড়া এখন রাজ্য তাপমানও আরামদায়কই রয়েছে। তাই ছাত্র ছাত্রীদের যাতে পড়াশোনার ক্ষতি না হয়, তারজন্য আপাতভাবে বিদ্যালয় গুলি খুলে দেওয়ার পরামর্শ জানিয়েছে রাজ্য প্রাথমিক ও প্রধান শিক্ষক সমিতি। এই মর্মে রাজ্য শিক্ষা দপ্তর কে একটি প্রস্তাবও পাঠানো হয়েছে সংগঠনের তরফে।
এছাড়াও উক্ত সমিতি দ্বয়ের তরফে আরও জানানো হয়েছে, যদি তীব্র দাবদাহে রাজ্যের পরিস্থিতি আবার বেসামাল হয়, তবে পরে সাময়িক ছুটি ঘোষণা করতে পারে সরকার। এখন বৃষ্টিতে রাজ্যের উষ্ণতা কম থাকায় এত দীর্ঘ ছুটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে পড়াশোনার সময়কে নষ্ট করা উচিত নয় বলে অভিমত সমিতির সদস্যদের। যদিও রাজ্য শিক্ষা দপ্তর এই বিষয়ে এখনো পর্যন্ত কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
রাজ্যের ও কেন্দ্রের সমস্ত ছুটির খবর, জব, বৃত্তি ও যেকোনো সরকারি প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ গুলিতে জয়েন করুন। ধন্যবাদ। তথ্যটি শেয়ার করতে পারেন।
হোয়াটসঅ্যাপ:- Link
টেলিগ্রাম:- Link
গুগল নিউজ:- Link