মিঠুন চক্রবর্তী পেলেন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড 70 তম জাতীয় পুরস্কার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমায় অনবদ্য অবদানের জন্য ৭০তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন।

   

এছাড়াও তিনি কিছুদিন আগে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন এই এপ্রিল মাসেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  হাত থেকে মিঠুন এই দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করবেন।

রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার X হ্যান্ডেলে  মিঠুন চক্রবর্তীর নাম ঘোষণা করেন দাদাসাহেব ফালকে পুরস্কার হিসেবে | তিনি আরো বলেন যে মিঠুন দা ভারতীয় সিনেমায় একটি আইকনিক চরিত্র তার এই অনবদ্য অবদান ভারতীয় সিনেমাকে আরো গৌরবময় করে তুলেছে 

মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্যারিয়ার

মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমায় 1976 সাল থেকে অভিনয় শুরু করে তার মৃগয়া ছবির মাধ্যমে

তিনি প্রথমে ব্রি গ্রেডের সিনেমাগুলিতে অভিনয় করতেন তবে তিনি আরো বলেন যে অভিনেত্রী জিনাত আমান তার অভিনয় কে আরো সুন্দর করে তোলার জন্য অনেক সাহায্য করেছেন এবং তিনি ভারতীয় সিনেমা জগতে উজ্জ্বল নক্ষত্র রূপে প্রকাশ পেয়েছেন

এর আগে অভিনেতা মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পুরস্কার পেয়েছেনএই সম্পর্কে অভিনেতা বলেন এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই পুরস্কারে পিছনে আমার কিছু বলার নেই

এছাড়াও মিঠুন চক্রবর্তীর ১৯ টি সিনেমা Limka book ওয়াল রেকর্ডে নথিভুক্ত এই রেকর্ড এখনো পর্যন্ত অন্য কোন অভিনেতা ভাঙতে পারেনি

সমালোচনামূলক আবেদনের চেয়ে বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করার সময়, মিঠুন তার নামে আরও দুটি জাতীয় পুরস্কার যোগ করেন তাহাদের কথা (1992) এবং স্বামী বিবেকানন্দ (1996) এর মাধ্যমে। তার নাচের দক্ষতার জন্য তিনি যতটা প্রশংসিত হয়েছেন, অ্যাকশন হিরো হিসেবে তার প্রতিভা তাকে হিন্দি সিনেমার ইতিহাসের একটি অপরিহার্য অংশ করে তুলেছে।

কোনো বিভাগেই বক্সিং না হওয়ার জন্য সর্বদা তার যথাসাধ্য চেষ্টা করে, মিঠুন কমেডি সহ একাধিক ক্যারেক্টারে অভিনয় করারচেষ্টা করেছিলেন, যাতে  তিনি পারদর্শী ছিলেন। তার ডিস্কো ড্যান্সারও তাকে রাশিয়া এবং কাজাখস্তানের মতো দেশে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে। জনপ্রিয় অনুষ্ঠান হোস্ট করে টেলিভিশনেও অভিনয় করেছেন অভিনেতা গ্র্যান্ডমাস্টার, বিগ বস বাংলা, দাদাগিরি, এবং ডান্স ইন্ডিয়ান ডান্স।

SBI এর নতুন ৪৪৪ স্কিমের অধীনে টাকা রাখলে উচ্চহারে (৭.৭৫%) সুদ পাওয়া যাচ্ছে