ব্যাংক FD তে বড় খবর সুদের হার বাড়তে চলেছে ৯ শতাংশ 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যারা ব্যাংকের ফিক্স ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে আগ্রহী তাদের জন্য সুখবর নিয়ে এলো বিভিন্ন ব্যাংক এই সুদের হার প্রযোজ্য হবে তিন কোটির কম টাকা বিনিয়োগের উপর আরও আছে অনেক ধরনের সুখবর

   

ষাট বছরের কম বয়সের মানুষরাও এই এফবিতে সুদের হার একই পাবেন বিনিয়োগ করতে হবে মাত্র তিন বছরের জন্য আর মিলবে ৯ পার্সেন্ট হারে সুদের হার

সমস্ত ব্যাংক গুলির তরফ থেকে জানানো হয়েছে এই অফারটি চলবে সীমিত সময়ের জন্য আপাতত তিন বছরের ইস্কিম গুলির জন্য এই সুদের হার চালু থাকবে তারপরে ফের নতুন স্কিম চালু হতে পারে

তবে এবার জেনে নিই কোন ব্যাংক কত শতাংশ হারে সুদ দিচ্ছে

নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক মাত্র তিন বছর মেয়াদে এফবিতে সুদ দিচ্ছে ৯ শতাংশ হবে 

উৎকর্ষ ফাইন্যান্স ব্যাংক তিন বছরের মেয়াদে সুদ দিচ্ছে ৮.৫ শতাংশ হিসাবে।

 জন এ স্মল ফাইন্যান্স ব্যাংকের তিন বছরে টাকা রাখলে মিলছে চরা সুদের হার সুদের হার ৮.২৫ শতাংশ সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক আপনি যদি পয়সা রাখেন তাহলে মিলবে এফবিতে ভালো সুদ এই ব্যাংকের সুদের হার ৮.৬ শতাংশ

যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে ব্যাংকের ফিক্সিপোজিটের সুদের হার আগামী দিনগুলিতেও ধীরে ধীরে কমতে পারে অথবা বাঁচতে পারে এই স্মল ফাইন্যান্স ব্যাংক গুলিতে এফডিতে বিনিয়োগকারী সাম্প্রতিক অতীতের সুদের হারের কতনা সুবিধা পেয়েছেন তবে ভবিষ্যতে এই সুবিধা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন। তাই এখনই যদি আপনার উদ্বৃত্ত অর্থ কি এফটিতে নিবেশ করতে চান তাহলে এই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করবেন না

বিডি সম্মত সতর্কীকরণ যে কোন ব্যাংকে এফডিতে আপনি টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে খোঁজখবর নিন অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিনিয়োগ করুন তাহলে ঝুঁকি কম থাকবে

 এছাড়াও বাকি রাষ্ট্রায়ত্ত্য ব্যাংকগুলি এফবিতে কত সুদ দিচ্ছে তা আসুন এবার জেনে নিন আইসিআইসিআই ব্যাঙ্ক এক বছরের এফ ডি প্লানে 6.7% হারে সুদ দেয় এইচডিএফসি ব্যাঙ্ক এক বছরের একটি প্ল্যানিং ৬.৬০ দেয় এছাড়াও এক্সেস ব্যাঙ্ক এক বছরের একটি প্লেনে ৬.৭০ হারে সুদ দেয়